নির্বাচিত কবিতা সাদাত হোসাইন pdf

নির্বাচিত কবিতা সাদাত হোসাইন pdf



স্নাতকোত্তর, নৃবিজ্ঞান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাদাত হোসাইন নিজেকে বলেন গল্পের মানুষ। তাঁর কাছে চারপাশের জীবন ও জগত, মন ও মানুষ সকলই গল্প। তিনি মনে করেন, সিনেমা থেকে পেইন্টিং, আলোকচিত্র থেকে ভাস্কর্য, গান থেকে কবিতা- উপন্যাস-নাটক, সৃজনশীল এই প্রতিটি মাধ্যমই মূলত গল্প বলে। গল্প বলার সেই আগ্রহ থেকেই একের পর এক লিখেছেন- আরশিনগর, অন্দরমহল, মানবজনম, নিঃসঙ্গ নক্ষত্র, নির্বাসন, ছদ্মবেশ, মেঘেদের দিন ও অর্ধবৃত্তের মতো তুমুল জনপ্রিয় উপন্যাস। ‘কাজল চোখের মেয়ে’, তোমাকে দেখার অসুখ'সহ দারুণ সব পাঠকপ্রিয় কবিতার বই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বোধ, দ্য শুজ, প্রযত্নের পাশাপাশি' নির্মাণ করেছেন 'গহীনের গান' এর মতো ব্যতিক্রমধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও। জিতেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার পুরস্কার, এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার, পশ্চমিবঙ্গের চোখ সাহত্যি পুরস্কার, শুভজন সাহিত্য সম্মাননা ও এক্সিম ব্যাংক- অন্যদিন হুমায়ূন আহমদে সাহিত্য পুরস্কার ২০১৯। তাঁর জন্ম ১৯৮৪ সালের ২১ মে, মাদারীপুর জেলার, কালকিনি থানার কয়ারিয়া গ্রামে।


'... কেউ কেউ থেকেও থাকে না,
পদভারে এতটুকু চিহ্ন আঁকে না।
কেউ কেউ না থেকেও থাকে,
চুপি চুপি রোজ ছুঁয়ে যায় —
স্মৃতির গভীর জল নদীটির বাঁকে।'
~ সাদাত হোসাইন

আমাকে ভুলে যেও রোজ,
ভুলে যেও কতটা নিখোঁজ।
মনে রেখো কেউ কেউ থেকেও থাকেনা,
পদভারে এতটুকু চিহ্ন আঁকেনা।
কেউ কেউ না থেকেও থাকে,
চুপি চুপি রোজ ছুঁয়ে যায় -
স্মৃতির গভীর জল নদীটির বাঁকে।
নতুন বই 'সাদাত হোসাইনের নির্বাচিত কবিতা'।


যে হয়েছিল ভোর, 
অথই আদর, 
নামহীন নদী,
একা লাগে যদি —
মনে রেখো তারে...
~ সাদাত হোসাইন

মেয়েটাকে চিনি,
দুঃখ পেলে ভাবে, নিজেতে লুকাবে,
নীরবতা দিয়ে সব অশ্রু শুকাবে।
ঠোঁটে তার আঁকা, বেদনার পাখা,
যতখানি উড়ে যায়, থাকে তারও বেশি,
তাকে দেখে দূর থেকে এখানে এসেছি।
জানে শুধু জল, চোখ ছলছল,
দায় নেই কারো তাই লুকায় আঁচল।
অভিমানী তুই, পাবি না কিছুই,
মিছেমিছি মুছে যাবে চোখের কাজল।
মেয়েটাকে চিনি,
দুঃখ পেলে ভাবে, লুকাবে স্ব-ভাবে,
যদি কেউ বুঝে নেয় না বলা জবাবে!
মেয়েটাকে চিনি,
কাছে এসে তবু তাকে কখনো দেখিনি।
~ সাদাত হোসাইন

এই যে সন্ধ্যা, তারার আকাশ, রাত্রির রঙ জানে,
কাছের মানুষ দূরে সরে যায়, কী গোপন অভিমানে!
আমরা জানিনা শুধু-
মেঘের ওপর মেঘ জমে জমে, দূরত্ব বাড়ে ধু ধু।
__ সাদাত হোসাইন

আয় রঙ মেখে দেই তোকে,
তোর স্বপ্ন সাজাই চোখে,
তোর ওইটুকু হাত-ছোঁয়ায়
পাখি গায় আনন্দলোকে।
বাবা আর নোরা ❤️
📸 হৃদয়

"দহনের দিনে কিছু মেঘ কিনে যদি ভাসে মধ্য দুপুর,
তবু মেয়ে জানে তার চোখ মানে কারো বুকে পদ্ম পুকুর"
~ সাদাত হোসাইন

যা কিছু তোমার প্রিয়,
আমি ছাড়া তার বাকি সবটুকু
আমাকেই দিয়ে দিও।
~ সাদাত হোসাইন

আমি একদিন পাখি হবো 
একলা আকাশ একলা ডানায় চুপটি করে পাড়ি দেবো
সঙ্গে নেবো গোপন কথা, 
ছোট্ট বুকের বিশাল ব্যথা 
ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়ে দেব। 
আমি একদিন কান্না হবো
নীল আকাশের কষ্ট ছুয়ে সমুদ্দুরে বৃষ্টি হবো ।
হারিয়ে যাওয়া সেই তো ভালো
যেমন ছিলাম রোজ থেকেও -
তেমন করেই হারিয়ে যাবো 
আমি একদিন নিঁখোজ হবো ।
   ~ সাদাত হোসাইন

নদী হলে পার
মাঝি কে আবার!
কে চিনেছে ছাতা
শেষে বরষার।
উঠে গেলে দূর
পর্বতে পা'টা।
কে রেখেছে মনে
শেখালো কে হাঁটা?
কার হাত ধরে
কত পথ পাড়ি,
মনে থাকে কার
পৌঁছালে বাড়ি?
~ সাদাত হোসাইন




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form