২৭টি পদে খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


২৭টি পদে খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১



খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ ২৭টি পদে খুলনা সিটি কর্পোরেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত ১৮/০৮/২০২১ তারিখের স্মারকে ছাড়পত্র মোতাবেক খুলনা সিটি কর্পোরেশনের নিম্ন লিখিত শুন্য পদগুলি সরাসরি পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


  • চাকরির ধরন                   সরকারি চাকরি
  • জেলা                           সকল জেলা
  • চাকরি দাতা প্রতিষ্ঠান          খুলনা সিটি কর্পোরেশন
  • ওয়েবসাইট                  https://khulnacity.portal.gov.bd
  • শূণ্যপদ                          ১০টি
  • পদের সংখ্যা                  ২৭ জন
  • বয়সসীমা                          ১৮-৩০ বছর
  • শিক্ষাগত যোগ্যতা         এসএসসি/এইচএসসি/স্নাতক/ডিপ্লোমা
  • আবেদন শুরু হবে         ১৭ অক্টোবর, ২০২১
  • আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২১
  • আবেদনের মাধ্যম         ডাকযোগে


খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ ২০২১

শূণ্যপদসমূহঃ সহকারি ও উপ-সহকারি প্রকৌশলী, এস্টিমেটর, ড্রাফটসম্যান, ষ্টোর কিপার, ওয়ার্ক সরকার, ডুপ্লিকেটিং অপারেটর
পদ সংখ্যাঃ ২৭ জন
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/স্নাতক/ডিপ্লোমা ডিগ্রি
বেতন স্কেলঃ গ্রেড ৯-গ্রেড ১৮


সরাসরি নিয়োগের ক্ষেত্রে আবেদনের শর্তাবলী

প্রাথীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীকে স্ব-হস্তে আবেদন করতে হবে। স্ব-হস্ত ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্র ফেরৎ দেয়া হবে না।


আবেদন মেয়র মহোদয়, খুলনা সিটি কর্পোরেশনকে সম্বোধন করে আগামী ১৭/১০/২০২১ তারিখ হতে ১৫/১১/২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালে খুলনা সিটি কর্পোরেশন নগর ভবনের সাধারণ প্রশাসনিক শাখায় ডাকযোগে পৌছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।


নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পস্ট অক্ষরে লিখতে হবে।


পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে বয়সসীমা ১৫/১১/২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।


প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে। সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি যুক্ত স্পষ্ট সিল থাকতে হবে।






Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form