আমিরাতে বদলে গেল সাকিবের দলের অধিনায়ক

 





মঙ্গলবার শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) চতুর্থ মৌসুম। আমিরাতের টুর্নামেন্টে এমআই এমিরেটসের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। 




দলের অধিনায়ক হিসেবে কাইরন পোলার্ডের নাম ঘোষণা করেছে ফ্রাঞ্চাইজিটি। গত মৌসুমে এমআই এমিরেটসে অধিনায়কের দায়িত্ব পালন করেন পোলার্ডের স্বদেশী নিকোলাস পুরান। 




তবে আইএল টি২০ চলাকালেই দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টিতে শেষদিকে এমআই কেপটাউনে দেখা যেতে পারে পুরানকে। তাই দলের অধিনায়ক পরিবর্তন করেছে এমআই এমিরেটস।




টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৭২০টি ম্যাচ খেলেছেন পোলার্ড, ব্যাট হাতে তিনি করেছেন ১৪ হাজার ২৩৭ রান। রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে থাকা ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে আর ৩২৬ রান দরকার পোলার্ডের।




গত মাসে আইএলটি২০র নিলামে শেষ মুহূর্তে সাকিবকে ৪০ হাজার ডলারের বিনিময়ে কিনেছে এমআই এমিরেটস। 




দলটিতে সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন আন্দ্রে ফ্লেচার, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, ফজল হক ফারুকি, টম ব্যানটন, রোমারিও শেফার্ড, জনি বেয়ারস্টোর মতো টি-টোয়েন্টির পরিচতি মুখদের।




আগামী ৪ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মৌসুম শুরু করবে এমআই এমিরেটস।


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form