বিশ্বকাপ ফুটবল ২০২২ সাধারণ জ্ঞান - Worldcup Football GK 2022

বিশ্বকাপ ফুটবল ২০২২ সাধারণ জ্ঞান - World Cup Football GK 2022

বিশ্বকাপ ফুটবল ২০২২ সাধারণ জ্ঞান
কাতার বিশ্বকাপ সম্পর্কে সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান খেলাধুলা
কাতার বিশ্বকাপ সাধারণ জ্ঞান

⚽️🏀এক নজরে “ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২” (২২তম আসর)-
🔹সময়কাল- (২০ নভেম্বর- ১৮ ডিসেম্বর, ২০২২)।
🔹আয়োজক দেশ- কাতার।
🔹মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৬৪টি।
🔹টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল- ৩২টি।সর্বশেষ (৩২তম) দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে- কোস্টারিকা।
🔹টুর্নামেন্টে মোট গোল সংখ্যা- ১৭২টি।
🔹ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- আর্জেন্টিনা V ফ্রান্স (১৮ ডিসেম্বর, ২০২২- কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে’)।ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩য়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
🔹রানার্স আপ- ফ্রান্স।
🔹তৃতীয় স্থান লাভ করে- ক্রোয়েশিয়া।
🔹চতুর্থ স্থান লাভ করে- মরক্কো।
🔹‘ফেয়ার প্লে ট্রফি’ পায়- ইংল্যান্ড।
🔹সেরা খেলোড়ার হিসেবে ‘গোল্ডেন বল’ পান- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার ‘গোল্ডেন বল’ লাভ করেন নিওনেল মেসি (প্রথমবার গোল্ডেন বল লাভ করেন- ২০১৪ সালে)।
🔹ব্যক্তিগত সর্বেোচ্চ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ লাভ করেন- ফ্রান্সের ‘কিলিয়ান এমবাপ্পে’ (৮টি গোল)।
🔹সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে ‘গোল্ডেন গ্লাভস’ পান- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
🔹সেরা উদীয়মান (তরুণ) খেলোয়াড় এর পুরস্কার লাভ করেন- এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
🔹দলগত সর্বোচ্চ গোলদাতা- ফ্রান্স (১৬টি)।
🔹কাতার বিশ্বকাপে হ্যাটট্রিক (৩) গোল করেন- ২ জন।প্রথম হ্যাটট্রিক করেন- পর্তুগালের ‘গনসালো রামোস’(সুইজারল্যান্ডের বিপক্ষে, বিশ্বকাপ অভিষেক ম্যাচে)।দ্বিতীয় হ্যাটট্রিক করেন ফ্রান্সের ‘কিলিয়ান এমবাপ্পে’ (আর্জেন্টিনার বিপক্ষে, ফাইনাল ম্যাচে)।


🔴একনজরে কাতার বিশ্বকাপের আদ্যপান্ত🔴
★কাতার বিশ্বকাপ -২০২২
★আসর- ২২তম
★মাসকট- লায়েব
★বল- আল রিহলা
★অংশগ্রহণকারী দেশ - ৩২ টি
★শুরু হবে - ২১ নভেম্বর ২০২২
★শেষ হবে - ১৮ ডিসেম্বর, ২০২২ ( ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস) 
★৫ টি শহরের ৮ টি মাঠে খেলা হবে।

চলমান ‘কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২’এর প্রথম লাল কার্ড পেলেন-ওয়েলসের গোলরক্ষক ‘ওয়েইন হেনেসি’ (বিশ্বকাপ ইতিহাসে ৩য় গোলরক্ষক হিসেবে)।

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৫টি (সবচেয়ে বেশি)ফুটবল বিশ্বকাপে(০৬-২২)গোল করার রেকর্ড করলেন-পর্তুগালের ‘ক্রিস্টিয়ানো রোনালদো’।

‘ফিফা বিশ্বকাপ ২০২২’এর প্রথম গোলটি করেন- ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া (কাতারের বিপক্ষে)।এই বিশ্বকাপের প্রথম জোড়া গোলটিও করেন তিনি।

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে উদ্বোধনী ম্যাচে হারার রেকর্ড করলো- কাতার (ইকুয়েডরের বিপক্ষে ০-২ গোলে)।

⚽️🏀‘২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল’ (২২তম আসর)-এর পর্দা উঠছে আজ (২০ নভেম্বর)-
#আজ উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে- কাতারের আল-খোর শহরের ‘আল-বাইত স্টেডিয়ামে’।
#উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে- স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
#এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে- ৩২টি দল (৮টি গ্রুপে ভাগ হয়ে)।
#সর্বশেষ (৩২তম) দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে- কোস্টারিকা।
#মোট ম্যাচ অনুষ্ঠিত হবে- ৬৪টি।
#ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে- (১৮ ডিসেম্বর, ২০২২) কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে’।
#অফিসিয়াল ফুটবলের নাম- ‘আল রিহলা’ (Adidas Al Rihla)।আরবি ভাষায় ‘আল রিহলা’ শব্দের অর্থ-ভ্রমণ বা যাত্রা।
#অফিসিয়াল মাস্কটের নাম- ‘লায়িব’ (Laʼeeb)।আরবি ভাষায় ‘লায়িব’ শব্দের অর্থ- অত্যন্ত দক্ষ খেলোয়াড়।
#কাতার বিশ্বকাপের প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে- ৪২ মিলিয়ন (৪ কোটি ২০ লক্ষ) মার্কিন ডলার।রানার্সআপ দল পাবে- ৩০ মিলিয়ন (৩ কোটি) মার্কিন ডলার।
#পরবর্তী "ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬"(২৩তম আসর) অনুষ্ঠিত হবে- যৌথভাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে।প্রথমবারের মতো এই বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।



বিশ্বকাপ ফুটবল ২০২২ সাধারণ জ্ঞান
কাতার বিশ্বকাপ সম্পর্কে সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান খেলাধুলা
কাতার বিশ্বকাপ সাধারণ জ্ঞান

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form