সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৯ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৯ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ 

সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৯ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২



সমন্বিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৯ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২


 GK অংশের সমাধান
A. What does CDBL stand for?
Central Depository Bangladesh Limited 
B. In which city, is the headquarters of the Asian Development Bank (ADB) located? 
Manila, Philippines 
C. Where and when was the first provisional government of independent Bangladesh formed? 
Tripura, Agartola, India
D. In Bangladesh, the stock investors need to open a BO account. What does BO stand for? 
Beneficiary Owner’s 
E. What is the deepest river in the world called? 
Congo river
F. What is the Russian alternative to SWIFT called? 
SPFS
G. Which country will the Asia Cup 2022 cricket tournament be held in? Who is the host country? 
UAE + host Sri Lanka 
H. Where will the COP27 conference of 2022 take place in? 
Egypt
1. Who invented the first alternating current (AC) motor? 
Nicola Tesla
J. What does CIB of Bangladesh Bank stand for?
Credit Information Bureau

6. Translate the following passage into English 
A. করোনাসংকট মোকাবেলায় বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। 
The World Bank has given a 300 million dollar loan to Bangladesh to Cope it the Corona crisis. 
B. বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ দুই হাজার ৮৫৫ কোটি টাকা। 
The amount of loan in Bangladeshi currency is Tk two thousand 855 crores. 
C. পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। 
Meanwhile,The loan is to be repaid within 30 years with a grace period of five years
D. এই ঋণের ওপর বার্ষিক ০৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১.২৫ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হবে। 
In addition, a service charge of 0.75% per annum and interest at the rate of 1.25% per annum shall be payable on this loan. 
E.সম্প্রতি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
In this regard, recently an agreement has been signed between the Bangladesh government and the World Bank
7. Translate the following passage into Bangla 
A. According to Bangladesh Agricultural Development Corporation, about 75% of two crore farmers irrigate their land with diesel-powered engines in Bangladesh. 
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্যানুসারে, বাংলাদেশে দুই কোটি কৃষকের প্রায় ৭৫% কৃষক ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে তাদের জমিতে সেচ দেয়। 
B. The diesel price hike and a recent increase in fertilizer prices will have detrimental effects on the agriculture sector. 
ডিজেলের মূল্যবৃদ্ধি এবং সারের দামের সাম্প্রতিক বৃদ্ধি কৃষিখাতে ক্ষতিকর প্রভাব ফেলবে। 
C. These price hikes will push up production costs which may reduce agricultural output. 
এই মূল্যবৃদ্ধি উৎপাদন খরচ বাড়াবে যা কৃষি উৎপাদন কমাতে পারে। 
D. Consequently, many farmers will not be able to continue production. 
ফলে, অনেক কৃষক উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারবে না। 
E. This comes at a time of global food shortages due to the Russia-Ukraine war. 
অধিকন্তু , রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতিতে যখন টালমাটাল অবস্থা ঠিক সেই সময়ে এই অবস্থা সৃষ্টি হয়েছে ।

ব্যাংক জব প্রিপারেশনে নতুনদের জন্যঃ

আমরা সবাই চাই একটা সম্মানজনক ১ম শ্রেণীর জব..সেখানে আমরা বিসিএস টা কেই প্রায়োরিটি দেই আর সেটাই করা উচিত.ব্যাংক জব একটা থ্যাংকস লেজ জব..তবে বাংলাদেশ ব্যাংক এর জব এ কিছুটা অন্যরকম ফ্লেভার রয়েছে..বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকতার পরে যদি কোন সম্মানজনক রিলাক্সাবল জব থাকে সেটা বাংলাদেশ ব্যাংকের জব..আমরা মূলত সবাই বিসিএস ক্যাডার হবার স্বপ্ন নিয়েই গ্রাজুয়েশন কমপ্লিট করি,২/১ বার বিসিএস এ বসি, প্রিলি পাশ না করলে আর বিভিন্ন পারিপার্শ্বিক চাপ থকলে তখন ব্যাংক এর কথা ভাবি, এর অর্থ দাড়ায় আমরা দ্রুততম সময়ে সফল হতে চাই, কিন্তু মনেরাখা উচিত যাদের লবিং বা মামা খালু নেই তাদের সফলতার কোন শর্টকাট ওয়ে নেই। তাই অনেস্ট উপায়ে জব নিতে হলে নিজের মেধা আর যোগ্যতা দিয়েই নিতে হবে আর এর জন্য প্রয়োজন সময়ানুবর্তিতা, মনের তীব্র ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম। এবার আসি মূল কথায়..ব্যাংক জব এক্সামে ইংলিশ একটা বড় ফ্যাক্ট..এখানে নিজেকে দূর্বল রেখে ভালো কিছু প্রত্যাশা করাটা শুধুই বোকামী, তাই এই বিষয়ে ভাল করতেই হবে..এজন্য প্রথমেই খাতা-কলম নিয়ে বসে আগে নিজের দূর্বল পয়েন্ট লিখে ফেলুন, সেগুলো সলভ করার জন্য একটা স্টাডি প্লান করুন.ধরে রাখুন যে ২/১ সপ্তাহে আপনি ভাল করতে পারবেন না, ২/১ মাস বা তার বেশী সময় লাগবে, তাই হতাশ না হয়ে লেগে থাকুন...যা যা পড়তেই হবে মানে ভাল দখল রাখতে হবে তা হলোঃ
১. Vocabulary, Synonyms , Antonyms... এর জন্য শুরুতেই আরিফুরের রিসেন্ট পাবলিকেশন্স এর Bank Vocabulary 1986 -2022 বইটা দেখতে পারেন, এখানে বিগত সকল ব্যাংক এক্সামের Vocabulary type question আছে, OptionOption এর Meaning  সহ পড়ে ফেলুন, আত্মবিশ্বাস চলে আসবে, হুবহু না দিলেও অপশনসহ পড়ার জন্য আপনি নিজেই এনালাইসিস করে এক্সাম হলে আন্সার করতে পারবেন, যদি বুঝেবুঝে বইটা কয়েকবার শেষ করেন।
২. Speeling mistakes,  one Word Substitution আসবেই, সো এগুলো জানতেই হবে,  এর জন্য Objective English  বইটা দেখতে পারেন, আশাকরি কাজে আসবে।
৩. Phrase, idoms..   ব্যাংকে এখান থেকেও প্রশ্ন আসেই, বিশেষ করে Foreign  phrase & idoms বেশী আসে, Objective English বইটার পাশাপাশি যেকোন বই থেকে এগুলো   TM-টানা মুখস্থ করে ফেলবেন, বাক্যে প্রয়োগ টা দেখে নিবেন, তাহলে মনেথাকবে।
 ৪. Preposition,  Appropriate preposition : prepostion টা যেকোন বই থেকে পড়বেন, বিশেষ করে in,at,on,of,to এর প্রয়োগ আর Appropriate prepostion টা মুখস্থ করবেন যেকোনো বই হতে, সাথে বাক্যে প্রয়োগ মাথায় ঢুকিয়ে নিবেন।
৫. Right form of Verbs: এখান থেকেও প্রশ্ন হয়, voice change, narration,  sentence correction, tensetense এর জন্য Master বইটা দেখতে পারেন, কাজে আসবে...
এখন দেখেন এই Topics গুলো খুবই বিরক্তিকর আর মনেরাখাটাও কঠিন হয়ে যায়, আবার একবারে বসে সব শেষ করবেন এমনটাও সম্ভব নয়, তাই প্রতিদিন ঘুম থেকে সকালে উঠুন, প্রার্থনা শেষে ইংরেজি দিয়ে দিন শুরু করুন, আবার ঘুমাতে যাবার সময় সকালে পড়া জিনিস গুলো একবার চোখ বুলিয়ে ঘুমিয়ে পড়ুন. প্রতিদিন ই অন্যান্য সব কিছুর সাথে ইংরেজি পড়ুন, 
উপরের বিষয়ে ভাল দক্ষতা অর্জন করতে না পারলে, কখনোই ভাল কিছু হবে না, আর নিজের আয়াত্বে নিয়ে আসতে পারলে সব ধরনের জব আপনার হাতের মুঠোয় চলে আসবে
সবশেষে,, নিজের সময় কে সময় দিন, সময় আপনাকে একটা সম্মানজনক সুন্দর জীবন দিবে, আর নিজের সময় যদি অন্য কাউকে দেন, তাহলে সে হয়তো জীবনটাকে দুঃখ কষ্ট দিয়ে ভরেও দিতে পারে..সিদ্ধান্ত আপনার..শুভকামনা সবার জন্য
@  সহকারী পরিচালক 
বাংলাদেশ ব্যাংক




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form