ক্লাসরুম জিনিয়াস চ্যালেঞ্জ (সাড়ে তিন লক্ষ টাকা) || 10 minute school all course free

ক্লাসরুম জিনিয়াস চ্যালেঞ্জ (সাড়ে তিন লক্ষ টাকা) || 10 minute school all course free



টেন মিনিট স্কুলে প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে ৫ম-১০ম শ্রেণির বোর্ড সিলেবাসভিত্তিক জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি জিতে নিতে চান? 🏆তাহলে আজই অংশগ্রহণ করুন এই লিংকে:  




আসুন জেনে নেই ক্লাসরুম জিনিয়াস সম্পর্কে-  

➡️ কারা অংশগ্রহণ করতে পারবে?
এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থী। 
➡️ কোন কোন বিষয়ের পরীক্ষা হবে?
৫ম-৮ম শ্রেণি: ইংরেজি, গণিত ও বিজ্ঞান 
৯ম-১০ম শ্রেণি: ইংরেজি, গণিত ও বিভাগভিত্তিক ৩টি বিষয়
১. বিজ্ঞান বিভাগ: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান 
২. ব্যবসায় শিক্ষা বিভাগ: হিসাববিজ্ঞান,  ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ
৩. মানবিক বিভাগ: অর্থনীতি,  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পৌরনীতি ও নাগরিকতা
➡️ কেমন হবে পরীক্ষা ও প্রশ্নের ধরন? 
১. ৫ম-৮ম শ্রেণির ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের ওপর ১০টি করে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে। 
২. ৯ম-১০ম শ্রেণির ক্ষেত্রে ইংরেজি, গণিত এর পাশাপাশি বিভাগভিত্তিক ৩টি বিষয়সহ মোট ৫টি বিষয়ের প্রতিটিতে ৬টি করে মোট ৩০টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে।
৩. প্রতিটি প্রশ্নের মান ০১। 
৪. ১ম রাউন্ডে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে প্রতি ক্লাস থেকে সেরা ৫০০ জন অংশ নেওয়ার সুযোগ পাবে প্রতিযোগিতার ২য় রাউন্ডের পরীক্ষায়। 
৫. ২য় রাউন্ডে একই বিষয়গুলোর ওপর পরীক্ষা হবে। 
৬. ২য় রাউন্ডে নির্বাচিত সেরাদের নিয়ে অনুষ্ঠিত হবে গালা রাউন্ড। দেশসেরা ৭ জন Classroom Genius পাবে মোট সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি!
🏆 যা থাকছে পুরস্কারে: 
১. ৫ম-৮ম শ্রেণি থেকে পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১ জন করে মোট ৪ জন সেরা Classroom Genius পাবে ৫০ হাজার টাকার স্কলারশিপ!
২. ৯ম-১০ম শ্রেণি অর্থাৎ এসএসসি লেভেলের ৩টি বিভাগ থেকে ১ জন করে ৩ জন সেরা Classroom Genius পাবে ৫০ হাজার টাকার স্কলারশিপ! 
দেশসেরা ৭ জন Classroom Genius পাবে মোট সাড়ে তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি! 




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form