বাংলাদেশে কে কাকে নিয়োগ দেন ২০২২

 বাংলাদেশে কে কাকে নিয়োগ দেন ২০২২


কে কাকে শপথ পড়ানঃ-

রাষ্ট্রপতি শপথ করানঃ

১। প্রধানমন্ত্রীকে।

২। মন্ত্রী গনকে।

৩। উপমন্ত্রী দেরকে।

৪। প্রতিমন্ত্রী দেরকে।

৫। স্পীকারকে।

৬। ডেপুটি স্পিকারকে।

৭। প্রধান বিচারপতি কে।

.

প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ানঃ

১। সিটি কর্পোরেশনের মেয়র দেরকে।

২। জেলা পরিষদের চেয়ারম্যানদের কে।

.

স্পিকার শপথ পড়ান যাদেরঃ

১। রাষ্ট্রপতিকে।

২। সকল সংসদ সদস্যদের কে।

.

প্রধান বিচারপতি শপথ পড়ান যাদেরঃ

১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।

২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার কে।

৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে।

৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে।

.

**১। সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলদের শপথ পড়ান কে?

>> উঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ওসমবায় মন্ত্রী।

**২। পৌরসভার মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন কার কাছে?

>>উঃ বিভাগীয় কমিশনার এর কাছে

**৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথপড়ান কে?

>>উঃ জেলা প্রশাসক

**৪। ইউনিয়ন মেম্বারদদের শপথ পড়ান কে?

>>উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা

**৫। উপজেলা পরিষদের চেয়ারম্যান ওভাইস চেয়ারম্যানরা কার কাছে শপথ নেন?

>>উঃ বিভাগীয় কমিশনার এর কাছে।

**৬। জেলা পরিষদের সদস্যরা শপথ নেন কার কাছে?

>>উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

।।।


সাংবিধানিক_সংস্থাঃ যে সকল প্রতিষ্ঠান সংবিধানের সুনির্দিস্ট বিধি মতে (সংবিধানের চতুর্থ ভাগ থেকে নবম ভাগ পর্যন্ত দেয়া আছে) গঠিত হয়, সেগুলোই সাংবিধানিক সংস্থা।

.

-সাংবিধানিক সংস্থা ৬ টি

১) আইনসভা

২) নির্বাহী বিভাগ

৩) বিচার বিভাগ

৪) নির্বাচন কমিশন

৫) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়

৬) সরকারি কর্ম কমিশন

.

#সাংবিধানিক_পদঃ যারা সংবিধানের ৩য় তফসিল অনুযায়ী শপথ নিয়ে দায়িত্ব পালন করে, সেগুলোই সাংবিধানিক পদ।

.

-সাংবিধানিক পদের সংখ্যা ৯ টি

১) রাষ্ট্রপতি

২) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী

৩) স্পীকার

৪) ডেপুটি স্পীকার (৩য় তফসিল অনুযায়ী স্পিকার ডেপুটি স্পিকার আলাদা দেয়া আছে)

৫) সংসদ সদস্য

৬) প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি

৭) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার

৮) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

৯) কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্য গণ

.

পুনশ্চ

#সংবিধিবদ্ধ_পদঃ যে সকল পদ সংবিধানের বিধান মোতাবেক সৃষ্টি হয় কিন্তু নির্বাচিত ব্যক্তি শপথ গ্রহণ করে না, তাকে সংবিধিবদ্ধ পদ বলে। 

যেমনঃ আটর্নি জেনারেল (৬৪), ন্যায়পাল (৭৭)।

-----


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form