প্রাইমারীর সহকারী শিক্ষক পদের ২য় ধাপের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

প্রাইমারীর সহকারী শিক্ষক পদের ২য় ধাপের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২



এইবারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনঃ

১) প্রাইমারি তে আগে বাবার নাম অনুযায়ী সিট পড়লেও এইবার আর এটা হয়নি। এইবার অনেক 
ভাই-বোন একত্রে আবেদন করলেও তাদের কেন্দ্র কিংবা এক্সাম সেন্টার দুরে দুরে পড়েছে। 
২) OMR এ যুক্ত হচ্ছে QR code
৩) পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত পরিমানে আইন শৃংখলা বাহিনী মোতায়েন থাকবে।
৪) প্রতিটা কেন্দ্রে নেটওয়ার্ক জ্যামার  বসবে, সো ফোনে কোন ধরনের সুবিধা করতে পারবেনা এটা অন্তত শিউর। 
৫) NID card চেক হবে।
৬) যেকোন কিছু সম্পর্কে ৫ লাইন এমসিকিউ পরীক্ষায়  লিখতে হবে, সেই অনুযায়ী  হাতের লিখা চেক হবে ভাইভাতে। এতে প্রক্সি দিলেও ধরা খাবে। 
অবশেষে, যত যাই বলুক, বেশ কিছু ইতিবাচক দিক দেখতে পাচ্ছি আমরা। তবে এইবার প্রশ্ন ফাঁস না হইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘুমায় নি বুঝতে পারবো। 
আরেকটি কথা, বাংলাদেশে যত প্রকার চুরি হয় সবগুলোই ধরা সম্ভব হয়না, তার জন্য আমরা যারা প্রতিটি কেন্দ্রে পরীক্ষা দিব আমাদেরকেই সচেতন থাকতে হবে।

®® প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ®®
নিচের সালগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার MCQ এ আসে
☞নোবেল চালু → ১৯০১
☞ফিফা গঠিত → ১৯০৪
☞বঙ্গভঙ্গ → ১৯০৫
☞বঙ্গভঙ্গ রদ → ১৯১১
☞টাইটানিক ধংস → ১৯১২
☞রবীন্দ্রনাথের নোবেল লাভ → ১৯১৩
☞১ম বিশ্বযুদ্ধ শুরু হয় → ১৯১৪
☞রুশ বিপ্লব → ১৯১৭
☞১ম বিশ্বযুদ্ধ শেষ → ১৯১৯
☞২য় ভার্সাই চুক্তি → ১৯১৯
☞ম্যাগনাকার্টা → ১২১৫
☞উত্তর আমেরিকা আবিস্কার → ১৪৯২
☞শিল্প বিপ্লব → ১৭৬০
☞আমেরিকা মুক্ত → ১৭৭৬
☞১ম ভার্সাই চুক্তি → ১৭৮০
☞ফোর্ট উইলিয়াম কলেজ → ১৮০০
☞ট্রাফালগার যুদ্ধ → ১৮০৫
☞ওয়াটার লুর যুদ্ধ → ১৮১৫
☞দাশ প্রথার বিলোপ → ১৮৬৩
☞আব্রাহাম লিংকন মারা যান → ১৮৬৫
☞সুয়েজ খাল খনন → ১৮৬৯
☞ফরাসি বিপ্লব → ১৭৮৯
☞দুই জার্মানী একত্রিত হয় → ১৯৯০
☞শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান → ১৯৯৩
☞নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন → ১৯৯৪
☞সিটি বিটি সই হয় → ১৯৯৬
☞সিটি বিটি অনুমোদন → ২০০০
☞জাতিসংঘ নোবেল পায় → ২০০৭
☞দঃ সুদান স্বাধীন হয় → ২০১১
☞এপিজে আঃ কালাম মারা যান → ২০১৫
☞মোঃ আলী মারা যান → ২০১৬
☞ফিডেল কাস্ত্রো মারা যায় → ২৫ নভেম্বর,২০১৬
☞ঢাবি স্থাপিত → ১৯২১
☞হিটলার জার্মান চ্যান্সলর হন → ১৯৩৩
☞২য় বিশ্বযুদ্ধ শুরু → ১৯৩৯
☞ছিয়াত্তরের মনবন্তর → ১১৭৬ (বাংলা)
☞২য় বিশ্বযুদ্ধ শেষ → ১৯৪৫
☞জাতিসংঘ → ১৯৪৫
☞দেশ বিভাগ → ১৯৪৭
☞আরব-ইসরায়েল যুদ্ধ → ১৯৪৮
☞বিবিসি বাংলার যাত্রা → ১৯৪৯
☞এভারেস্ট বিজয় → ১৯৫৩
☞সুয়েজ খাল জাতীয়করন → ১৯৫৬
☞চাঁদে ১ম মানুষ যায় → ১৯৬৯
☞তাইওয়ান স্বাধীনতা হারায় → ১৯৭১
☞ইরানে ইসলামী বিপ্লব → ১৯৭৯
☞আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ → ১৯৭৯
☞ফকল্যান্ড যুদ্ধ → ১৯৮২

The question Will be solved after the exam 



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form