HSC: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ১ম অধ্যায় (MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


HSC: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ১ম অধ্যায় (MCQ) প্রশ্ন ও উত্তর ২০২২


১. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Civis
খ. Civitas
গ. Polis
ঘ. Civics

২. Civitas শব্দের অর্থ কী?
ক. নগর
খ. নগররাষ্ট্র
গ. রাষ্ট্র
ঘ. নাগরিকতা

৩. নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি?
ক. ইতিহাস
খ. অর্থনীতি
গ. পৌরনীতি
ঘ. যুক্তিবিদ্যা

৪. ‘মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব’ – উক্তিটি কে করেছেন?
ক. প্লেটো
খ. উইলোবি
গ. রুশো
ঘ. এরিস্টটল


 
৫. কোনটি পৌরনীতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ?
ক. Civics and Good Governance
খ. Civis and Good Governance
গ. Civitas and Good Governance
ঘ. Civis and Civitas

৬. ‘নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শান্তির আলোচনা করে, তাই পৌরনীতি’ – উত্তিটি কার?
ক. সক্রেটিস
খ. এফ আই গ্লাউড
গ. এরিস্টটল
ঘ. ইএম হোয়াইট

৭. পৌরনীতি শব্দটি কোন ভাষার শব্দ?
ক. সংস্কৃত
খ. ফার্সি
গ. উর্দু
ঘ. হিন্দি

৮. কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়?
ক. গুজরাটি
খ. ফরাসি
গ. মণিপুরি
ঘ. সংস্কৃত


 
৯. আজমল সাহেব এলাকার মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মেঘনাথ বাবু একই এলাকায় একটি মন্দির পরিচালনা করেন। উভয়ের পরিচালিত প্রতিষ্ঠানগুলো কী ধরণের প্রতিষ্ঠান?
ক. আন্তর্জাতিক প্রতিষ্ঠান
খ. সামাজিক প্রতিষ্ঠান
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান
ঘ. অর্থনৈতিক প্রতিষ্ঠান

১০. বর্তমানে নগররাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি?
ক. মহাদেশ
খ. বৃহদায়ন রাষ্ট্র
গ. প্রদেশ
ঘ. সিটি কর্পোরেশন

১১. পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা?
ক. ভৌত বিজ্ঞান
খ. অজৈব বিজ্ঞান
গ. সামাজিক বিজ্ঞান
ঘ. প্রাণ বিজ্ঞান

১২. প্রাচীন গ্রিসে কোন অধিকার ভোগকারীদের নাগরিক বলা হতো?
ক. রাজনৈতিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক

১৩. জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন?
ক. এরিস্টটল
খ. টমাস হবস
গ. রুশো
ঘ. ম্যাকিয়াভ্যালি

১৪. পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয়?
ক. সামাজিক স্বার্থ
খ. ব্যক্তিস্বার্থ
গ. গোষ্ঠী স্বার্থ
ঘ. দলীয় স্বার্থ

১৫. The Philosophy of Citizenship এর রচয়িতা কে?
ক. জেমস গুন্ড
খ. এফ আই গ্লাউড
গ. ইএম হোয়াইট
ঘ. জর্জ জেলেনিক

১৬. উচ্চ মাধ্যমিকের ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে?
ক. অর্থনীতি
খ. ইতিহাস
গ. পৌরনীতি ও সুশাসন
ঘ. যুক্তিবিদ্যা


 
১৭. রনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের জন্যে আগ্রহ প্রকাশ করলে তার বোন মোর্শেদা তাকে একটি বিষয় পড়তে হাল মোশেদা রনিকে কোন বিষয় পড়তে বলল?
ক. অর্থনীতি
খ. সমাজবিজ্ঞান
গ. নীতিশাস্ত্র
ঘ. পৌরনীতি ও সুশাসন

১৮. Civis + Civitas = Civics. যার আলোচ্য বিষয় হচ্ছে-
i. নাগরিকের অধিকার ও কর্তব্য
ii. নাগরিকের আচার-আচরণ ও সংস্কৃতি
iii. বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
রিয়াজ একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়। সে দেশের অস্থিতিশীল রাজনীতিকে স্থিতিশীল ও দুননীতি রোধ করে সবস্তরে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অর্জিত শিক্ষা কাজে লাগাতে চায়।


 
১৯. উদ্দীপকের রিয়াজের পাঠ্যবিষয় হিসেবে কোন বিষয়টি রাখা উচিত?
ক. পৌরনীতি ও সুশাসন
খ. অর্থনীতি
গ. যুক্তিবিদ্যা
ঘ. সমাজবিজ্ঞান

২০. উদ্দীপকের আলোচিত প্রসঙ্গটি উচ্চ শিক্ষার কোন পাঠ্যক্রমে রয়েছে?
ক. রাষ্ট্রবিজ্ঞান
খ. সমাজবিজ্ঞান
গ. ভূগোল
ঘ. ইতিহাস

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব লতিফ সাহেব একজন ধনী কিন্তু স্বল্প শিক্ষিত ব্যক্তি। তিনি প্রায়ই আয়কর ফাঁকি দেন। এছাড়া পানি বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়মিত পরিশোধ করেন না। তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের কোনো নির্বাচনেই ভোটাধিকার প্রয়োগ করেন না। তিনি তার নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন নন বলেই দেশাত্মবোধে উজ্জীবিত হন না।

২১. জনাব লতিফ সাহেবের কোন বিষয়ের জ্ঞানের অভাব রয়েছে?
ক. পৌরনীতি ও সুশাসন
খ. সমাজবিজ্ঞান
গ. লোক প্রশাসন
ঘ. অর্থনীতি


 
২২. পৌরনীতি বিষয়ের নতুন নাম কী?
ক. পৌরনীতি ও শাসন
খ. পৌরনীতি ও লোক প্রশাসন
গ. পৌরনীতি ও শাসন ব্যবস্থা
ঘ. পৌরনীতি ও সুশাসন

২৩. জাতিরাষ্ট্র আয়তনে কেমন?
ক. ক্ষুদ্র
খ. নগরের সদৃশ্য
গ. বিশাল
ঘ. অতি বিশাল

২৪. দেশ ঠিক মায়ের মতোই’ এ উপলব্ধিকে কী বলা যায়?
ক. মানবতাবোধ
খ. ভ্রাতৃত্ববোধ
গ. দেশাত্মবোধ
ঘ. মমত্ববোধ

২৫. মানবসভাতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি?
ক. সমাজ
খ. রাষ্ট্র
গ. পরিবার
ঘ. গোষ্ঠী


 
২৬. কোন ধরনের তত্ব পৌরনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?
ক. জনসংখ্যা
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. বিবর্তন

২৭. কোনটি বৈশ্বিক সংগঠন?
ক. সার্ক
খ. জাতিসংঘ
গ. আসিয়ান
ঘ. ইইউ

২৮. ইতিহাস নাগরিকতার অতীতের আলোকে নাগরিকতার কোন পথকে নির্দেশ করে?
ক. বর্তমানের
খ. উন্নতির
গ. ভবিষ্যতের
ঘ. প্রগতির

২৯. বাংলাদেশ সংবিধান সম্পর্কিত আলোচনা নাগরিকতার কোন দিক সম্পর্কিত আলোচনার অন্তর্ভুক্ত?
ক. আন্তর্জাতিক
খ. আঞ্চলিক
গ. জাতীয়
ঘ. স্থানীয়

৩০. বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এ বিষয় সম্পর্কে জানতে হলে কোনো ছাত্রকে কোন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে?
ক. সামাজিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. সাংস্কৃতিক

৩১. ভাষা আন্দোলন, ৬ দফা, ১৯৭০ এর নির্বাচন, ১৯৯০-এর গণঅভ্যুত্থান বিষয়গুলো কোন জাতীয় ঘটনা?
ক. সামাজিক
খ. দলীয়
গ. প্রসাশনিক
ঘ. রাজনৈতিক

৩২. সুশাসন এক ধরনের__
ক. রাজনৈতিক ধারণা
খ. প্রশাসনিক ধারণা
গ. সামাজিক ধারণা
ঘ. মানসিক ধারণা

৩৩. উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সাথে সম্পর্যুত্ত?
ক. Citizen
খ. City State
গ. Governance
ঘ. Civics

৩৪. Governance ইংরেজি প্রতিশব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
ক. গ্রিক
খ. ল্যাটিন ও জার্মান
গ. চীনা ও টিউটনিক
ঘ. রোমান ও জার্মান

৩৫. কোন দেশে যদি স্বাধীন বিচার বিভাগ বিদ্যমান থাকে, তাহলে এ দেশের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থন যোগ্য?
ক. সুশাসন বিদ্যমান
খ. সমাজতন্ত্র বিদ্যমান
গ. গণতন্ত্র বিদামান
ঘ. ধর্মীয় শাসন বিদামান

৩৬. বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের ওপর?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৩৭. সুশাসন প্রত্যয়টি দ্বারা কোনটি নির্দেশ করে?
ক. শাসনের প্রকৃতি
খ. সরকার কাঠামো
গ. সরকারের ধরন
ঘ. নাগরিক আকার প্রকৃতি

৩৮. কাউসারের দেশের সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে । কাউসারের দেশে কোনটি বিদ্যমান?
ক. সমাজতন্ত্র
খ. রাজতন্ত্র
গ. সুশাসন
ঘ. স্বৈরতন্ত্র

৩৯. পৌরনীতি ও সুশাসন বিষয়ের দৃষ্টিতে গভর্ন্যান্স মূলত কী
শাসনের ব্যবস্থা
ক. সুশাসন
খ. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া
গ. জন-অংশগ্রহণ
ঘ. ভোটাধিকা

৪০. ইউএনডিপি-এর দৃষ্টিতে গভর্ন্যান্স মূলত কী?
ক. ক্ষমতার ব্যবহার
খ. জনগণের চাহিদা
গ. কতৃত্বের চর্চা
ঘ. জনগণের বৈধ অধিকার

৪১. সুশাসন ধারণাটি কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত?
ক. বিশ্বব্যাংক
খ. জাতিসংঘ
গ. ইউরোপীয় ইউনিয়ন
ঘ. আইএলও

৪২. বিশ্বব্যাংক কত সালে প্রকাশনার মধ্য দিয়ে গভর্নেন্সকে সংজ্ঞায়িত করেছিল?
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে

৪৩. সুশাসন সম্পর্কে ধারণা দিতে গিয়ে আখি বলেছিল, সুশাসন হলো টেকসই, সমতাপূর্ণ ও শক্তিশালী উন্নয়নের ধারক এবং আর্থিক স্বচ্ছতার জন্য অপরিহার্য একটি বিষয় । আখির ধারণার সাথে কোন প্রতিষ্ঠানের ধারণার সাদৃশ্য রয়েছে?
ক. ইউরোপীয় ইউনিয়ন
খ. বিশ্বব্যাংক
গ. ওইসিডি
ঘ. ওডিএ

৪৪. রাষ্ট্রের সামগ্রিক কল্যাণ মূলত কীসের ওপর নির্ভর করে?
ক. রাজনৈতিক
খ. নদ-নদী
গ. ভৌগলিক
ঘ. বনভূমি

৪৫. ভূগোলের কোন দিকটি মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে?
ক. মহাসাগর
খ. পাহাড়
গ. জলবায়ু
ঘ. সীমান্ত

৪৬. রাষ্ট্রের নিরাপত্তা বহুলাংশে কীসের ওপর নির্ভর করে?
ক. রাজনীতি
খ. ভৌগোলিক অবস্থান
গ. সীমান্তে উচু পাহাড়
ঘ. বর্ডার গার্ড শক্তিশালীকরণ

৪৭. তথ্য দেওয়া, সংরক্ষণ করা, বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তিকে কী বলে?
ক. ই-কমার্স
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. হিউম্যান রাইটস
ঘ. ই-পার্লামেন্ট

৪৮. সুশাসনের অন্যতম একটি শর্ত কী?
ক. কল্যাণ রাষ্ট্র
খ. বাকস্বাধীনতা
গ. জনসংখ্যার বণ্টন
ঘ. কেন্দ্রীকরণ

৪৯. কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান এক মতবিনিময় সভায় বলেন, দারিদ্র্য ও ক্রমবর্ধমান বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য একটি বিষয়ের প্রতি আমাদের দিতে হবে। এখানে চেয়ারম্যান কোন কথা বলেছেন?
ক. তথ্য-ও যোগাযোগ প্রযুক্তি
খ. পৌরনীতি ও সুশাসন
গ. আইনের শাসন
ঘ. অর্থনীতি

অনুচ্ছেদটি পড় এবং ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
জাহিদ এবার নতুন ভোটার হয়েছে! হালনাগাদকৃত ভোটার তালিকায় নাম ওঠানোর দিন তাকে কিছু কাজ করতে হয়। ইউনিয়ন পরিষদে তাকে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতে হয় যা কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াকরণ হয় এবং তার নাম-ঠিকানা সহ সবকিছু ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত হয় জাতীয় তথ্যকোষে। এখন সে জাতীয় পরিচয়পত্র পেয়ে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আনন্দবোধ করে।

৫০. অনুচ্ছেদে পৌরনীতি ও নাগরিকতার সাথে কোন বিষয়ের সম্পর্ক দেখানো হয়েছে?
ক. তথা ও যোগাযোগ প্রযুক্তি
খ. জনসংখ্যা ও উন্নয়ন চর্চা
গ. লোকপ্রশাসন
ঘ. কম্পিউটার বিজ্ঞান



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form