HSC: নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার Important MCQ প্রশ্ন ও উত্তর


HSC: নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার Important MCQ প্রশ্ন  ও উত্তর


১. ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ এই কবিতায় কোন ধরনের ঘুমের কথা বলা হয়েছে?
ক. কালঘুম
খ. নির্ঘূম
গ. পাতলা ঘুম
ঘ. হাল্কা ঘুম

২. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ এই কবিতায় নূরলদীনের কী আকৃতির দেহের বর্ণনা আছে?
ক. শীর্ণ দেহ
খ. দীর্ঘ দেহ
গ. মোটা দেহ
ঘ. খর্বকায় দেহ

৩. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার সঙ্গে মিল পাওয়া যায় কোন কবিতার?
ক. আমার পূর্ব বাংলা
খ. তিতাস
গ. সোনার তরী
ঘ. পাঞ্জেরি


৪. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কার নেমে আসার কথা বলা হয়েছে?
ক. সেলিম আল দীন
খ. বাকের ভাই
গ. নূরলদীন
ঘ. নূরুল আমিন


 
৫. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কী নেমে আসার কথা বলা হয়েছে?
ক. শকুন
খ. বিমান
গ. বাজপাখি
ঘ. উড়োজাহাজ

৬. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় সোনার বাংলা কী দ্বারা ছেয়ে যায়?
ক. দালালের আলখেল্লায়
খ. শ্রমিক জনতায়
গ. সাধারণ মানুষ
ঘ. প্রতিবাদী মানুষে

৭. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় দালাল বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. রাজাকারদের
খ. হানাদারদের
গ. আমলাদের
ঘ. রাজনীতিবীদদের

৮. আলখাল্লা শব্দের অর্থ কী?
ক. ঢিলেঢালা লম্বা জামাবিশেষ
খ. সরু জামাবিশেষ
গ. ছোট কাপড় বিশেষ
ঘ. এক ধরনের চাদর


 
৯. স্বপ্ন লুট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে কোন কবিতায়?
ক. নূরলদিনের কথা মনে পড়ে যায়
খ. রক্তে আমার অনাদি অস্থি
গ. আঠারো বছর বয়স
ঘ.আমি কিংবদন্তির কথা বরছি

১০. ‘নূরলদেিনর কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘আমার স্বপ্ন’ বলতে কার স্বপ্ন বোঝানো হয়েছে?
ক. কবির
খ. সমগ্র জাতির
গ. কবির মায়ের
ঘ. রংপুরবাসীর

১১. নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় জনগণকে কোথায় আসার কথা বলা হয়েছে?
ক. প্রশস্ত প্রান্তরে
খ. খেলার মাঠ
গ. রেসকোর্স ময়দানে
ঘ. বাড়ির আঙ্গিনায়

১২. ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় প্রশস্ত প্রান্তরে কী জন্য আসে?
ক. দাবি আদয়ের জন্য
খ. খেলার জন্য
গ. প্রার্থনার জন্য
ঘ. জনসভার জন্য

১৩. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় উল্লিখিত প্রেক্ষাপট দুটি কী কী
ক. ব্রিটিশবিরোধী আন্দোলন ও পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে আন্দোলন
খ. ব্রিটিশবিরোধী আন্দোলন ও ফরায়েজি আন্দোলন
গ. ব্রিটিশবিরোধী আন্দোলন ও স্বদেশী আন্দোলন
ঘ. ওয়াহাবী আন্দোলন ও ফকির সন্স্যাসী আন্দোলন

১৪. কবিতায় নূরলদীনের ডাকে কীভাবে জনগণের সাড়া দেওয়ার কথা উল্লেখ আছে?
ক. বিচ্ছিন্নভাবে
খ. ধীর ধীরে
গ. একে একে
ঘ. সর্বসম্মতভাবে

১৫. ‘নূরলদীনের কথা মড়ে পড়ে যায়’ কবিতার প্রথম অংশে ফুটে উঠেছে-
ক. দারিদ্রাপীড়িত বাংলার জীবনচিত্র
খ. বাংলার মানুষের সুখ-শান্তি ও প্রাচুর্যেও বর্ণনার চিত্র
গ. বাংলার গণমানুষের সংগ্রামী জীবনচিত্র
ঘ. কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের করুণ চিত্র

১৬. কবি কেন নূরলদীনের কথা স্মরণ করেছেন?
ক. ব্যবসয়িক প্রয়োজনে
খ. চাকরি লাভের জন্য
গ. সময়ের প্রয়োজনে
ঘ. ব্যক্তিগত প্রয়োজনে


 
১৭. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার মূলভাবের সাথে কোনটি বেশি সম্পর্কযুক্ত?
ক. বিদ্রোহ-আন্দোলন
খ. স্মৃতিকাতরতা
গ. গীতিময়তা
ঘ.সমাজ সচেতনতা

১৮. নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতাটি লিখেছেন-
ক. সৈয়দ শামসুল হক
খ. শামসুর রাহমান
গ. সৈয়দ আলী আহসান
ঘ. ফররুখ আহমদ

১৯. আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে’’- চরণটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
ক. একুশের কবিতা
খ. স্বাধীনতা তুমি
গ. নূরলদেিনর কথা মনে পড়ে যায়
ঘ. ফেব্রয়ারী ১৯৬৯

২০. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ব্রহ্মপুত্রে কী মেশার কথা বলা হয়েছে?
ক. সমস্ত ডিঙি নৌকা
খ. সমস্ত নদীর অশ্রু
গ. সমস্ত ড্রেনের পানি
ঘ. সমস্ত নদী-নালা-খাল-বিল


 
২১. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় উল্লিখিত কবিতায় কয়টি নদীর কথা বলা হয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

২২. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কাদের জেগে ওঠার কথা বলা হয়েছে?
ক. অভাগা মানুষদের
খ. লাঠিয়ালদের
গ. শ্রমিকদের
ঘ. শিশুদের

২৩. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় নূরলদীন কোন সময় আসবে বলে প্রত্যাশা করা হয়েছে?
ক. স্বর্ণালি সন্ধ্যায়
খ. কাল পূর্ণিমায়
গ. চৈতি রাতে
ঘ. সোনালি সকালে

২৪. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় নুরলদীন কী বলে সবাইকে ডাক দিবে?
ক. জাগো বাহে, কোনঠে সবায়
খ. জাগো বাহে, ওঠো সবাই
গ. জাগো বাহে, চলো সবাই
ঘ. জাগো বাহে, জাগো সবাই


 
২৫. ‘জ্যোৎ¯ড়বা’ বলতে বোঝায়-
ক. পূর্ণিমার রাত
খ. অমাবস্যা
গ. চন্দ্রালোক
ঘ. নক্ষত্রলোক

২৬. ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় নীরব নিস্তব্ধ পরিবেশের প্রতিরূপক হিসেবে ব্যবহৃত হয়েছে-
ক. নিলক্ষ্য
খ. কালঘুম
গ. স্তব্ধতার দেহ
ঘ. তীব্র শীত

২৭. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় জ্যোস্নার রং কে দুখের সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
ক. উভয়ের রঙে মিল আছে বলে
খ. উভয়ের রং সাদা বলে
গ. জ্যোাৎন্সা রাতে নুরলদীন দুধ খেত বলে
ঘ. জ্যোন্সার স্নিদ্ধতা দুখের স্বাদযুক্ত বলে

২৮. ‘নুরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতাটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে?
ক. কালের তীর্থ
খ. নূরলদীনের সারাজীবন
গ. জাগো বাহে
ঘ.পায়ের আওয়াজ পাওয়া যায়


 
২৯. ঐতিহাসিক চরিত্র বলতে বোঝায়-
ক. রাজারাজড়াদের চরিত্র
খ. অতীত যুগের চরিত্র
গ. ইতিহাসবেত্তার চরিত্র
ঘ. সোনালি দিনের চরিত্র

৩০. কবি নূরলদীনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপূণ্যে কিসের সাথে মিশিয়েছেন?
ক. ভাষা আন্দোলনের সাথে
খ. গণঅভ্যুত্থানের সাথে
গ. মুক্তিযুদ্ধের সাথে
ঘ. স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাথে

৩১. ইতিহাসের প্রতিবাদী নূরলদীনকে মনে পড়ার কারণ-
ক. পাকিস্তানীদের শোষণ
খ. পাকিস্তানিদের হত্যা আর ধ্বংসলীলা
গ. সোনালি স্মৃতিচারণ
ঘ. ব্রিটিশদের শোষণ

৩২. ইতিহাসের পাতা থেকে বেরিয়ে নূরলদীন কাদের ভিড়ে মিশে যান?
ক. আন্দোলনকারীদের
খ. শ্রমজীবী সাধারণ মানুষদের
গ. কৃষিজীবীদের
ঘ. মেহনতি মানুষদের



HSC: নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার Important MCQ প্রশ্ন  ও উত্তর



## ১০ মিনিট স্কুলের আপনার প্রিয় কোর্সসমূহ খুঁজে নিন সহজে এবং ভর্তি হয়ে যান --

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form