HSC: জাদুঘরে কেন যাব প্রবন্ধের Important MCQ প্রশ্ন ও উত্তর


HSC: জাদুঘরে কেন যাব প্রবন্ধের Important MCQ প্রশ্ন  ও উত্তর


১. আনিসুজ্জামান কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকায়
খ. কলকাতায়
গ. বিμয়মপুরে
ঘ. যশোরে

২. আনিসুজ্জামানের জন্মতারিখ হিসেবে সঠিক কোনটি?
ক. ১৮ জানুয়ারি, ১৯৩৭
খ. ২৮ জানুয়ারি, ১৯৩৭
গ. ১৮ ফেব্রুয়ারি, ১৯৩৭
ঘ. ২৮ ফেব্রুয়ারি, ১৯৩৭

৩. বরেণ্য বুদ্ধিজীবী আনিসুজ্জামানের পিতার নাম কী ছিল?
ক. ডা. এ. টি. এম. মোয়াজ্জম
খ. এ. টি. এম. মোজাম্মেল
গ. এ. টি. এম. মাসুদ
ঘ. ডা. একরামুল আলম


৪. আনিসুজ্জামান কত সালে প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন?
ক. ১৯৪৯ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫১ সালে
ঘ. ১৯৫২ সালে


 
৫. কোন স্কুল থেকে আনিসুজ্জামান প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন?
ক. কলকাতা লোকাল স্কুল থেকে
খ. ঢাকার প্রিয়নাথ স্কুল থেকে
গ. কলকাতার নাইট স্কুল থেকে
ঘ. ঢাকার উদয়ন স্কুল থেকে

৬. ১৯৫৩ সালে আনিসুজ্জামান কোন কলেজ থেকে আইএ পাস করেন?
ক. ঢাকা কলেজ
খ. জগন্নাবাথ কলেজ
গ. কলকাতা কলেজ
ঘ. মিরপুর বাংলা কলেজ

৭. বর্তমানে আনিসুজ্জামান কোথায় কোন পেশায় নিযুক্ত আছেন?
ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে
গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক হিসেবে

৮. নিচের কোনটি স্বনামধন্য প্রাবন্ধিক আনিসুজ্জামান রচিত?
ক. নারী
খ. সমাজের সন্ধানে
গ. বাঙালি নারী : সাহিত্যে ও সমাজে
ঘ. সুলতানার স্বপড়ব


 
৯. উচ্চমানের গবেষণা ও সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেন কোন প্রাবন্ধিক?
ক. আবদুল হক
খ. আনিসুজ্জামান
গ. সৈয়দ আকরম হোসেন
ঘ. আহমদ ছফা

১০. ‘পুরোনো বাংলা গদ্য’ কার লেখা?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
খ. রাম রাম বসুর
গ. উইলিয়াম কেরির
ঘ. আনিসুজ্জামানের

১১. জাদুঘরতত্ত্ব রয়েছে কোথায়?
ক. প্রাচ্য দেশে
খ. ইউরোপে
গ. আমেরিকায়
ঘ. পাশ্চাত্য দেশে

১২. আনুমানিক কত খ্রিষ্টপূর্বাদ্বে পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল?
ক. খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে
খ. খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে
গ. খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে
ঘ. খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে

১৩. ইউরোপীয় রেনেসাঁসের পরে কোন দেশে জাদুঘর গড়ে তোলার প্রয়াস বৃদ্ধি পায়?
ক. ইউরোপে
খ. ভারতে
গ. প্রাচ্য দেশে
ঘ. পাশ্চাত্য দেশে

১৪. যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা করা হয় কোন শতকে?
ক. ষোলো শতকের পরে
খ. আঠারো শতকের পরে
গ. উনিশ শতকের পরে
ঘ. একুশ শতকের পরে

১৫. ইউরোপীয় রেনেসাঁস ঘটে কত শতকে?
ক. খ্রিষ্টীয় চৌদ্দ থেকে ষোলো শতকে
খ. খ্রিষ্টীয় চৌদ্দ থেকে পনেরো শতকে
গ. খ্রিষ্টীয় চৌদ্দ থেকে সতেরো শতকে
ঘ. খ্রিষ্টীয় চৌদ্দ থেকে আঠারো শতকে

১৬. গণতন্ত্রের বিকাশের ফলে কী ঘটে?
ক. জাদুঘর গড়ে ওঠে
খ. জাদুঘর জনসাধারণের জন্য অবারিত হয়
গ. জাদুঘরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়
ঘ. জাদুঘরে জাদু দেখানো শুরু হয়


 
১৭. মানবসভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন প্রদর্শনী ও গবেষণার জন্য সংরক্ষণ করা হয় যেখানে তাকে কী বলে?
ক. সংগ্রহশালা
খ. সংরক্ষণাগার
গ. জাদুঘর
ঘ. নিদর্শনশালা

১৮. ফ্রান্সের জাতীয় জাদুঘর ও আর্ট গ্যালারি কোনটি?
ক. অ্যাশমোলিয়ান
খ. ল্যুভর মিউজিয়াম
গ. হার্মিটেজ
ঘ. টাওয়ার অব লন্ডন

১৯. প্রতিষ্ঠাকালে ব্যক্তিগত ও পারিবারিক জাদুঘরের প্রবেশাধিকার কেমন ছিল?
ক. সংরক্ষিত
খ. উন্মুক্ত
গ. বদ্ধ
ঘ. ব্যয়বহুল

২০. ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে কোন বিশ্ববিদ্যালয়ে?
ক. লন্ডন বিশ্ববিদ্যালয়ে
খ. শিকাগো বিশ্ববিদ্যালয়ে
গ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
ঘ. হার্ভাড বিশ্ববিদ্যালয়ে


 
২১. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোন শতকে কোন মিউজিয়াম গড়ে ওঠে?
ক. ষোলো শতকে, ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম
খ. সতেরো শতকে, ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম
গ. ষোলো শতকে, ল্যুভর মিউজিয়াম
ঘ. সতেরো শতকে, হার্মিটেজ মিউজিয়াম

২২. যুক্তরাজ্যের প্রাচীনতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন শতকে?
ক. বারো শতকে
খ. ষোলো শতকে
গ. আঠারো শতকে
ঘ. পনেরো শতকে

২৩. শিল্পকলা ও প্রতড়বতত্ত্ব সংμান্ত জাদুঘর অ্যাশমোলিয়ান মিউজিয়াম কোন বিশ্ববিদ্যালয়ের অঙ্গপ্রতিষ্ঠান?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২৪. ইংরেজ পুরাকীর্তি সংগ্রাহক অ্যশমলের জন্ম-মৃত্যু সন কোনটি?
ক. ১৫১৬-১৫৯২
খ. ১৬১৭-১৬৯২
গ. ১৬৯২-১৭১৭
ঘ. ১৫৯২-১৬১৭


 
২৫. ব্রিটেনের জাতীয় জাদুঘর কোনটি?
ক. অ্যাশমোলিয়ান মিউজিয়াম
খ. ল্যুভর মিউজিয়াম
গ. ব্রিটিশ মিউজিয়াম
ঘ. হার্মিটেজ

২৬. এখন খুবই প্রচলিত কোন জাদুঘর?
ক. উন্মুক্ত জাদুঘর
খ. গ্রিন হাউস জাদুঘর
গ. মোবাইল জাদুঘর
ঘ. ভ্রাম্যমাণ জাদুঘর

২৭. বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর কোনটি?
ক. ঢাকা নগর জাদুঘর
খ. বরেন্দ্র জাদুঘর
গ. বাংলাদেশ জাতীয় জাদুঘর
ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর

২৮. কোন জাদুঘরটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত?
ক. ঢাকা নগর জাদুঘর
খ. বরেন্দ্র জাদুঘর
গ. বাংলাদেশ জাতীয় জাদুঘর
ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর


 
২৯. মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে অনন্য অবদান রাখে কোন জাদুঘর?
ক. মুক্তিযুদ্ধ জাদুঘর
খ. বঙ্গবন্ধু জাদুঘর
গ. বাংলাদেশ জাতীয় জাদুঘর
ঘ. ঢাকা নগর জাদুঘর

৩০. মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে কোন জাদুঘর হয়?
ক. বিজ্ঞান জাদুঘর
খ. ঢাকা নগর জাদুঘর
গ. সামরিক জাদুঘর
ঘ. বরেন্দ্র জাদুঘর

৩১. মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিনড়ব স্মারক ও আঠারো শতক থেকে ব্যবহৃত বিভিন্ন কামান কোন জাদুঘরে সংরক্ষিত আছে?
ক. মুক্তিযুদ্ধ জাদুঘরে
খ. বরেন্দ্র জাদুঘরে
গ. সামরিক জাদুঘরে
ঘ. বঙ্গবন্ধু জাদুঘরে

৩২. টার্সিয়ারি যুগের মাছের জীবাশ্ম কোন জাদুঘরে সংরক্ষিত আছে?
ক. বরেন্দ্র জাদুঘরে
খ. বাংলাদেশ জাতীয় জাদুঘরে
গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে
ঘ. জাতিতাত্ত্বিক জাদুঘরে

৩৩. বাংলাদেশের জাতীয় জাদুঘরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন?
ক. তদানীন্তন পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মোনায়েম খান
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. শেরেবাংলা এ. কে. ফজলুল হক

৩৪. দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী গভর্ণর আবদুল মোনায়েম খান কেন জাদুঘরকে মিউজিয়াম বলতে আগ্রহী?
ক. হিন্দু-মুসলিম নির্বিশেষে ‘জাদুঘর’ শব্দটি ব্যবহার করে বলে
খ. জাদুঘরে জাদু দেখানো হয় না বলে
গ. মিউজিয়াম ইংরেজি চর্চাকে প্রসারিত করে বলে
ঘ. মিউজিয়াম স্ট্যান্ডার্ড বলে

৩৫. জাদুঘরে অনেক কিছুর মধ্যে মোনায়েম খান আল্লাহর কালামের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন কেন?
ক. দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী বলে
খ. ধার্মিক বলে
গ. ধর্মপ্রাণ মুসলমান বলে
ঘ. আল্লাহকে ভয় করেন বলে

৩৬. বঙ্গদেশের বৌদ্ধ মূর্তির সমাহার এবং পৌরাণিক লৌকিক দেবদেবীর সম্পর্কে প্রাবন্ধিক জানতে পারেন কখন?
ক. ছেলেবেলা থেকে
খ. বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে
গ. জাদুঘরে যাওয়ার পর
ঘ. বিদেশে যাওয়ার পর

৩৭. রানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
ক. কলকাতা ময়দানে
খ. দিল্লিতে
গ. মুম্বাইয়ে
ঘ. হায়দরাবাদে

৩৮. ব্রিটিশ মিউজিয়াম ও টাওয়ার অব লন্ডন কোন দেশের ইতিহাসের অনেক বিবরণ রয়েছে?
ক. ইংল্যান্ড
খ. আমেরিকা
গ. নিউজিল্যান্ড
ঘ. ইউরোপ

৩৯. প্রতড়বতত্ত্ব ও পুরাকীর্তি সংক্রান্ত ব্রিটেনের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৬৫৩ সালে
খ. ১৭৫৩ সালে
গ. ১৮৫৩ সালে
ঘ. ১৯৫৩ সালে

৪০. ঢাকা সিটি কর্পোরেশন পরিচালিত নগর ভবনে অবস্থিত জাদুঘর কোনটি?
ক. ঢাকা নগর জাদুঘর
খ. বরেন্দ্র জাদুঘর
গ. বাংলাদেশ জাতীয় জাদুঘর
ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর

৪১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনকে কত সালে জাদুঘরে রুপান্তরিত করা হয়?
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৯৭ সালে

৪২. ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৬৫ সালে

৪৩. প্রাচীন মুদ্রা, প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, শিল্পকলা ও প্রত্নতত্ত্ব সম্পর্কে ধারণা দিতে অগ্রগণ্য কোন জাদুঘর?
ক. ঢাকা নগর জাদুঘর
খ. বাংলাদেশ জাতীয় জাদুঘর
গ. বরেন্দ্র জাদুঘর
ঘ. জাতিতাত্ত্বিক জাদুঘর

৪৪. বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হস্তান্তরিত সংগ্রহ নিয়ে কত সালে জাদুঘরের যাত্রা শুরু হয়?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

৪৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হস্তান্তরিত সংগ্রহ নিয়ে কত সালে জাদুঘরের যাত্রা শুরু হয়?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে
ঘ. ১৯৭৩ সালে

৪৬. দ্বিজাতিতত্ত্বের উদ্ভাবক কে ছিলেন?
ক. গভর্নর মোনায়েম খান
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. মুসলিম লীগ নেতা মুহম্মদ আলী জিন্নাহ
ঘ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক

৪৭. ‘গ্রেকো রোমান মিউজিয়াম’ কোথায় অবস্থিত?
ক. কলকাতায়
খ. গ্রিসে
গ. মিসরের আলেকজান্দ্রিয়ায়
ঘ. মিসরের কায়রোতে

৪৮. ‘গ্রেকো রোমান মিউজিয়াম’ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৭২
খ. ১৮৮২
গ. ১৮৯২
ঘ. ১৮৯০

৪৯. মিসরীয় জাদুঘরের অপর নাম কী?
ক. গ্রেকো রোমান মিউজিয়াম
খ. কায়রো মিউজিয়াম
গ. ভিক্টোরিয়া মেমোরিয়াল
ঘ. মিসর জাতীয় জাদুঘর

৫০. ‘জাদুঘরে কেন যাব’ প্রবন্ধটি কোন রচনা থেকে সংকলিত হয়েছে?
ক. স্বরুপের সন্ধানে
খ. সংস্কৃতি ও সংস্কৃতি সাধকৎ
গ. ঐতিহ্যায়ন
ঘ. বাঙালি সংস্কৃতি ও অন্যান্য

৫১. ‘ঐতিহ্যায়ন’ কোন ধরনের রচনা?
ক. গবেষণাধর্মী
খ. প্রবন্ধ
গ. স্মৃতিকথনমূলক
ঘ. স্মারক পুস্তিকা

HSC: জাদুঘরে কেন যাব প্রবন্ধের Important MCQ প্রশ্ন  ও উত্তর


## ১০ মিনিট স্কুলের আপনার প্রিয় কোর্সসমূহ খুঁজে নিন সহজে এবং ভর্তি হয়ে যান --

Previous Post Next Post

Contact Form