HSC: সমাজকর্ম ১ম পত্র (MCQ) প্রশ্ন সমাধান ২০২১


HSC: সমাজকর্ম ১ম পত্র (MCQ) প্রশ্ন সমাধান ২০২১ 


সমাজকর্ম প্রথম পত্র


HSC: সমাজকর্ম ১ম পত্র (MCQ) প্রশ্ন সমাধান ২০২১




Barisal Board:




Cumilla Board:



Chittagong Board Social Work:






তৃতীয় অধ্যায়
১/ পেশার ইংরেজি প্রতিশব্দ এর উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে???
=ল্যাটিন।
২/ কোন ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে???
=ফারসি।
৩/ নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞান ভিত্তিক জীবিকা নির্বাহের প্রধান কে কি বলা হয়???
=পেশা।
৪/ "পেশা হচ্ছে নৈপুণ্য ভিত্তিক বুদ্ধিদীপ্ত কৌশল দ্বারা গঠিত  বৈশিষ্ট্যমন্ডিত বৃত্তি" সংজ্ঞাটি কার???
=সামাজিক বিজ্ঞান অভিধান।
৫/ জীবিকা নির্বাহের উপায় যার জন্য উচ্চতর দক্ষতা নৈপুণ্যের অধিকারী হতে হয় তাকে কি বলে???
=পেশা।
৬/ সমাজকর্ম কে কি ধরনের পেশা হিসেবে চিহ্নিত করা হয়???
=মূল্যবোধ নির্দেশিত।
৭/ কোন পেশা সমাজের আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ???
=সমাজকর্ম।
৮/ কাদেরকে সমাজের চিকিৎসক বলা হয়???
=প্রকৌশলীদের।
৯/ সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন???
=১৯৪০ সালে।
১০/ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণে আদর্শ মান কি???
=মূল্যবোধ।
১১/ মূল্যবোধ কয় প্রকার???
=৩ প্রকার।
১২/ রেপোট অর্থ কি???
=রেপোট অর্থ হল পেশাগত সম্পর্ক।
১৩/ সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে???
=ইংল্যান্ডে।
১৪/ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার কে কি বলা হয়???
=বাইতুল মাল।
১৫/ কত সালে প্রথম সমাজকর্মে পেশাগত সংগঠনের সূত্রপাত হয়???
=১৯১৮ সালে।
১৬/ মানব আচরণের ভালো মন্দ বিচারের মাপকাঠি হলো........???
=সামাজিক মূল্যবোধ।
১৭/ সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়???
=মানুষের আচরণের সামাজিক মানদন্ড।
১৮/ সমাজবিজ্ঞানী জুডিথ সেভেল সমাজকর্মকে কি হিসেবে আখ্যা দিয়েছেন???
=অনুশীলন ধর্মী পেশা।
১৯/ সমাজকর্মের স্বনির্ভরতা অর্জনকে কি হিসেবে চিহ্নিত করা হয়???
=আত্মনির্ভরশীলতা।
২০/ সমাজের প্রতি মানুষের কর্তব্য পালনের অনুভূতিকে কি বলা হয়???
=সামাজিক দায়িত্ববোধ।
২১/ পেশা কি???
=পেশা হলো বিশেষ কোন বিষয়ে নির্দিষ্ট জ্ঞান দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করা।
২২/ বৃত্তি কি???
=জীবনধারণের জন্য যেকোন রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড‌ই বৃত্তি।
২৩/ মূল্যবোধ কি???
=মূল্যবোধ হলো একটি মান দন্ড যা মানুষের আচরণ কে নিয়ন্ত্রণ করে।
২৪/ সমাজকর্ম মূল্যবোধ কি???
=সমাজকর্ম মূল্যবোধ হলো কতগুলো আদর্শ, বিশ্বাস, ধারণা মৌলিক নীতিমালার সমষ্টি,যা পেশাগত সমাজকর্মের সামগ্রিক সমস্যা সমাধান প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form