General Knowledge Bangladesh 2022 - Gk Updates


General Knowledge Bangladesh 2022 - Gk Updates


মহাকাশ ইতিহাসে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের (James Web Telescope) যাত্রা শুরু

ব্রিটেনে প্রথম বাংলা‌দেশী বংশোদ্ভূত নারী কিউসি (Queen's Counsel) হয়েছেন ব্যারিস্টার সুলতানা তফাদার।

বিশ্বে প্রথম 'Duel Mode Vehicle' (সড়ক ও রেলপথে চলতে সক্ষম) চালু করেছে জাপান।

২০৩৬ সাল নাগাদ বিশ্বের ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।
সূত্র: Centre for Economics & Business Research (CEBR)

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পিটার ডি হাস।

ঘাটারচর-কাঁচপুর পর্যন্ত ২১ কিমি রুটে 'ঢাকা নগর পরিবহন' চালু হবে ২৬ ডিসেম্বর।

চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত ৩৫ বছর বয়সী গ্যাব্রিয়েল বোরিক।

'বঙ্গবন্ধু পদক' পেয়েছেন খুরশেদ আলম এবং সায়িদ মোহাম্মদ আল মেহেরি।

চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৬% (আগের পূর্বাভাস ছিল ৬.৫%)
- IMF

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভ্যাক্সিনের চতুর্থ ডোজ দিতে যাচ্ছে ইসরায়েল।

বৈশ্বিক ঘুষের ঝুঁকি সূচকে (Global Bravery Risk Index-2021) ১৯৪ দেশের মধ্যে বাংলাদেশ ১৬৭তম, যা দ. এশিয়ায় ২য় দুর্নীতিগ্রস্থ দেশ। বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ- উ. কোরিয়া ; সর্বনিম্ন- ডেনমার্ক।

"বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০২০" পেয়েছেন অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ।

বাংলাদেশের প্রথম ভিসা আবেদন কেন্দ্র (VAC) চালু হবে কলকাতার সল্টলেকে।

কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে ''বঙ্গবন্ধু চেয়ার'' স্থাপিত হয়েছে।

২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫ তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ।
সূত্র : Centre for Economic & Business Research

মহাকাশে প্রথম সংবাদমাধ্যম হিসেবে কার্যালয় চালু করছে রুশ বার্তা সংস্থা 'তাস'𑅁

'মুজিব চিরন্তন' শ্রদ্ধাস্মারক পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom fighter’ নির্ধারিত হয়েছে

জাতিসংঘ ফাউন্ডেশনের 'Champion of Global Change' পুরস্কার পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা𑅁

প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে 'জাতিসংঘ জনসেবা পুরস্কার' (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

১।বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে-----দুবাই🍀
২।বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়--আঙ্কারা,তুরস্ক(১৩ডিসেম্বর,২১)🍀
৩।জাতিসংঘ জনসেবা পদক-২০২১ লাভ করে---দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়🍀
৪।মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার-২০২১ নির্বাচিত হয়েছেন--- এলন মাস্ক🍀
৫।মেট্রোরেল(উত্তরা-আগারগাও) এবং ৫-জি চালু হয়---১২ ডিসেম্বর,২১🍀
৬।বরিশালকে নিয়ে আলোচিত  "দ্য ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ" গ্রন্থের লেখক----হেনরি বেভারেজ(স্কটল্যান্ড)🍀
৭।তোতা কাহিনি গল্পের লেখক ---- রবীন্দ্রনাথ ঠাকুর🍀


সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৫ ডিসেম্বর থেকে ৫০ টাকা মূল্যমানের স্মারক স্বর্ণমুদ্রা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক (বিক্রয়মূল্য - ৬৬,০০০ টাকা)।
 স্মারক স্বর্ণমুদ্রার সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ মার্চ, ১৯৭১-এর ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে। স্মারক মুদ্রার পেছনভাগে ‘৫০’ এবং ‘০’-এর ভিতরে ‘বাংলাদেশ ব্যাংক’ এর মনোগ্রাম, মনোগ্রামের নিচে ‘১৯৭১-২০২১’ এবং উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘Golden Jubilee of Independence’ ও নিচে ‘FIFTY TAKA’ মুদ্রিত রয়েছে।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১' এর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশর দল 'টিম মহাকাশ'।

প্রথমবার ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ৬টি স্থানে ৫জি চালু হচ্ছে। যথা- টুঙ্গিপাড়া, ধানমন্ডি, সংসদ ভবন, স্মৃতিসৌধ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ সচিবালয়।

১২ ডিসেম্বর, ২০২১..
★ মেট্রোরেল চালু (উত্তরা - আগারগাঁও)
★ ৫জি যুগে বাংলাদেশের প্রবেশ

মাদারীপুরের শিবচরে পদ্মার পাড়ে নির্মিত হবে সাইন্স সিটি ও বঙ্গবন্ধু নভোথিয়েটার

সরকারি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২১’ পেয়েছে  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)𑅁


General Knowledge Bangladesh 2022 - Gk Updates


🎗️মুক্তিযুদ্ধ বিষয়ক ৫১ টা চলচ্চিত্রের লিস্টঃ

১। ওরা ১১ জন – চাষী নজরুল ইসলাম -( ১৯৭২).
২। অরুণোদয়ের অগ্নিসাক্ষী – সুভাষ দত্ত – (১৯৭২).
৩। রক্তাক্ত বাংলা – মমতাজ আলী – (১৯৭২).
৪। বাঘা বাঙালী – আনন্দ – (১৯৭২).
৫। জয়বাংলা -- ফখরুল আলম -- (১৯৭২).
৬। ধীরে বহে মেঘনা – আলমগীর কবির – (১৯৭৩).
৭। আমার জন্মভূমি – আলমগীর কুমকুম – (১৯৭৩).
৮। আবার তোরা মানুষ হ – খান আতাউর রহমান – (১৯৭৩).
৯। সংগ্রাম – চাষী নজরুল ইসলাম (১৯৭৪).
১০। আলোর মিছিল – নারায়ণ ঘোষ মিতা (১৯৭৪).
১১। বাংলার ২৪ বছর -- মোহাম্মদ আলী -- (১৯৭৪).
১২। কার হাসি কে হাসে – আনন্দ (১৯৭৪).
১৩। মেঘের অনেক রং – হারুনুর রশীদ (১৯৭৬).
১৪। রূপালী সৈকত -- আলমগীর কবির (১৯৭৯).
১৫। কলমীলতা – শহীদুল হক খান (১৯৮১).
১৬। বাঁধনহারা --- এ জে মিন্টু (১৯৮১).
১৭। চিৎকার – মতিন রহমান (১৯৮২).
১৮। আমরা তোমাদের ভুলবো না – হারুনর রশীদ-- (১৯৯৩).
১৯। একাত্তরের যীশু – নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু (১৯৯৩).
২০। আগুনের পরশমনি – হুমায়ূন আহমেদ (১৯৯৪).
২১। সিপাহী – কাজী হায়াৎ (১৯৯৪).
২২। নদীর নাম মধুমতি – তানভীর মোকাম্মেল (১৯৯৬).
২৩। হাঙর নদী গ্রেনেড – চাষী নজরুল ইসলাম (১৯৯৭).
২৪। এখনো অনেক রাত – খান আতাউর রহমান (১৯৯৭).
২৫। ছানা ও মুক্তিযুদ্ধ – বাদল রহমান (১৯৯৮).
২৬। '৭১-এর লাশ' – নাজির উদ্দীন রিজভী (১৯৯৮).
২৭। ইতিহাস কন্যা – শামীম আখতার (২০০০).
২৮। একজন মুক্তিযোদ্ধা – বি.এম সালাউদ্দিন (২০০১).
২৯। শিলালিপি – শামীম আখতার (২০০২).
৩০। মাটির ময়না --- তারেক মাসুদ (২০০২).
৩১। শ্যামল ছায়া – হুমায়ূন আহমেদ (২০০৪).
৩২। জয়যাত্রা – তৌকির আহমেদ (২০০৪).
৩৩। মেঘের পরে মেঘ--- চাষী নজরুল ইসলামী (২০০৪).
৩৪। ধ্রুবতারা – চাষী নজরুল ইসলাম (২০০৬).
৩৫। খেলাঘর – মোরশেদুল ইসলাম (২০০৬).
৩৬। অস্তিত্বে আমার দেশ – খিজির হায়াত খান (২০০৭).
৩৭। গহিনে শব্দ – খালিদ মাহমুদ মিঠু (২০১০).
৩৮। নিঝুম অরন্যে – মুশফিকুর রহমান গুলজার (২০১০).
৩৯। রাবেয়া – তানভীর মোকাম্মেল (২০১০).
৪০। গেরিলা – নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু (২০১১).
৪২। আমার বন্ধু রাশেদ – মোরশেদুল ইসলাম (২০১১).
৪৩। মেহেরজান – রুবাইয়াত হোসেন (২০১১).
৪৪। আত্মদান – শাহজাহান চোধুরী (২০১২).
৪৫। কারিগর – আনোয়ার শাহাদাত (২০১২).
৪৬। খন্ড গল্প’ ৭১ – বদরুল আনাম সৌদ (২০১২).
৪৭। পিতা – মাসুদ আখন্দ (২০১২).
৪৮। হৃদয়ে-৭১ ----- সাদেক সিদ্দিক (২০১৩).
৪৯। জীবনঢুলী--- তানভীর মোকাম্মেল পরিচালিত.
৪৭। এইতো প্রেম--- সোহেল আরমান পরিচালিত.
৫০। সংগ্রাম- মনসুর আলী পরিচালিত
৫১। "৭১-এর গেরিলা" --- মিজানুর রহমান শামীম পরিচালিত.








Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form