চাকরির ইংরেজি প্রশ্ন | গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন (07-11-2021)


চাকরির ইংরেজি প্রশ্ন | গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন 


৪৩ তম বিসিএসের ইংরেজি প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ। 


166. Who is not an Irish writer?
a) Oscar Wilde
b) James Joyce
c) Jonathan Swift
d) D.W Lawrence
উত্তর: d) D.W Lawrence
ব্যখ্যা: অপশনগুলোর মাঝে যিনি Irish writer নয় তিনি হলেন D.W Lawrence কারণ তিনি ইংরেজ লেখক। তিনি ইংরেজি সাহিত্যের বিংশ শতাদ্বীর সেরা ঔপন্যাসিকদের মধ্যে একজন। 
167. 'A (herd) of cattle is passing'.The underlined word is an/a
a) adverb
b) adjective
c) collective noun
d) abstract noun
উত্তর: c) collective noun
ব্যখ্যা: herd (পাল, যূথ) শব্দটি সমষ্টিবাচক নির্দেশ করায় শব্দটি collective noun। 
168. What is the antonym for the word 'deformation'?
a) distortion
b) contortion
c) wholeness
d) disfigurement
উত্তর: c) wholeness
ব্যখ্যা: deformation অর্থ বিকৃতকরণ যার বিপরীত শব্দ হলো wholeness (পূর্ণতা, অখণ্ডতা)। 
169. Words inscribed on a tomb is an...
a) epitome
b) epithet
c) episode
d) epitaph
ব্যাখ্যা: d) epitaph
উত্তর: সমাধির উপর শব্দ মাধ্যমে লিখিত ফলককে বলা হয় epitaph (সমাধিফলক)। 
170. The phrase 'dog days' means -
a) hot weather
b) cold shower
c) rain-soaked streets
d) ice storm
 উত্তর: a) hot weather
ব্যাখ্যা: Dog days phrase অর্থ গরমের দিন। সুতরাং ফ্রেজটির অর্থ প্রকাশ প্রকায় পায় hot weather দ্বারা। 
171. Which gender is the word 'orphan'?
a) neuter
b) feminine
c) common
d) masculine
উত্তর: c) common
ব্যখ্যা:  যে নাউন পুংবাচক এবং স্ত্রীবাচক উভয়কে বোঝায় তাকে  common  gender বলে। orphan শব্দটি দ্বারা অনাথ এবং অনাথা উভয়কে বোঝানোর কারণে শব্দটি common  gender। 
172. What is the noun form of the word 'laugh'?
a) laughing
b) laughable
c) laughter
d) laughingly
ব্যাখ্যা: c) laughter
উত্তর: Laugh শব্দটির নাউন রূপ হলো laughter (হাস্য, সশব্দ হাসি)।
173. Identify the word which is spelt incorrectly?
a) fluctuation
b) remission
c) ocassion
d) decision
ব্যাখ্যা: c) ocassion
উত্তর: অপশনগুলোর মধ্যে ভুল বানান বিশিষ্ট শব্দ হলো ocassion যার শুদ্ধ বানান হলো occasion (কোনো নির্দিষ্ট  ঘটনার সময়)।
174. Change the voice: 'Nobody trusts a traitor.'
a) A traitor is trusted.
b) A traitor should not be trusted.
c) Everybody hates a traitor.
d) A traitor is not trusted by anybody.
উত্তর: d) A traitor is not trusted by anybody.
ব্যখ্যা: Nobody যুক্ত বাক্যটির প্যাসিভ ভয়েজের গঠন: Ob কে sub + am/ is/are+ not + verb এর pp + by + anybody। 
175. Who wrote the play ' The Way of the World'?
a) William Shakespeare
b) William Congreve
c) Ben Jonson
c) Oscar Wilde
উত্তর: b) William Congreve
ব্যখ্যা: The Way of the World নাটকটি লিখেন William Congreve। তিনি একজন নাট্যকর এবং কবি। 
176. "Better to reign in Hell,than serve in Heav'n." - Who wrote this?
a) Geoffrey Chaucer
b) Christopher Marlowe
c) John Milton
d) P. B Shelley
উত্তর: c) John Milton
ব্যখ্যা:  Better to reign in Hell,than serve in Heav'n লাইনটি লেখেন John Milton। তিনি তার Paradise Lost গ্রন্থে উক্তি ব্যবহার করে।  
177. Who is not the Modern poet?
a) W.B Yeats
b) W.H Auden
c) John Keats
d) T.S Eliot
উত্তর: c) John Keats
ব্যখ্যা: অপশনগুলোর মাঝে যিনি মর্ডান কবি নন তিনি হলেন John Keats কারণ তিনি রোমান্টিক যুগের কবি।  তার জন্ম-মৃত্যুর সময়কাল ১৭৯৫-১৮২১। 
178. Who is the author of the novel " The God of Small Things"?
a) Thomas Hardy
b) Jhumpa Lahiri
c) R.K. Narayan
d) Arundhati Roy
উত্তর: d) Arundhati Roy
ব্যখ্যা:  The God of Small Things উপন্যসটির author হলেন Arundhati Roy। তিনি একজন ভারতীয় লেখিকা। এবং  The God of Small Things  জন্য তিনি ১৯৯৭ সালে বুকার পুরস্কার লাভ করেন। এটি তার সেমি-আত্মজীবনীমূলক গ্রন্থ। 
179. 'Moby Disk', a novel, was written by......
a) Herman Melville
b) Nathaniel Hawthorne
c) Mark Twain
d) William Faulkner
উত্তর: a) Herman Melville
ব্যখ্যা: Moby Disk উপন্যসটি লেখেন Herman Melville। তিনি একজন আমেরিকান ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং কবি। 
180."If winter comes, can spring be far behind?" - Who wrote this?
a) William Blake
b) S.T Coleridge
c) Lord Byron
d) P. B Shelley
উত্তর: d) P. B Shelley
ব্যাখ্যা: ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ট রোমান্টিক কবি P. B Shelley। তিনি তার বিখ্যাত কবিতায় 'Ode to the West Wind' তে উক্ত লাইনটি ব্যবহার করেছেন।
181. O Henry was from -
a) Canada
b) America
c) England
d) Ireland
উত্তর: b) America
ব্যাখাা: O Henry এর প্রকৃত নাম William Sidney Porter। তিনি আমেরিকার নর্থ ক্যারোলিনার গ্রিনসবরোতে জন্মগ্রহণ করেন। 
182. Where is the setting of the play 'Hamlet'?
a) England
b) Italy
c) France
d) Denmark
উত্তর: d) Denmark
ব্যখ্যা: Hamlet নাটকটির setting টি হয় ডেনর্মাকের একটি দুর্গে  একটি মাত্র দৃশ্য ছাড়া সবগুলোর । বাকিটি দুর্গের বাইরে। দুর্গটির নাম Elsinore's castle।  Hamlet নাটকটির রচিয়তা হলেন William Shakespeare। 
183. What is the adjective form of the word 'people'?
a) populous
b) popular
c) popularity
d) popularize
উত্তর: a) populous
ব্যখ্যা: people (জনগণ) শব্দটির adjective form হলো populous (জনবহুল)। 
184." He contemplated marrying his cousin.' Here 'marrying 'is  an/a-
a) present participle
b) gerund
c) verb
d) infinitive
উত্তর: b) gerund
ব্যখ্যা: marrying প্রদত্ত ক্রিয়া contemplate এর অবজেক্ট রূপে কাজ করাই প্রদত্ত বাক্যে marrying শব্দটি gerund হিসেবে ব্যবহৃত হয়েছে। 
185. 'No Second Troy' is a-
a) short story
b) novel
c) poem
d) drama
উত্তর: c) poem
ব্যখ্যা: No Second Troy হলো William Butler Yeats এর একটি বার লাইনের কবিতা। 
186. The word 'to genuflect' means-
a) to be genuine
b) to reflect
c) to bend the knee
d) to be flexible
উত্তর: c) to bend the knee
ব্যখ্যা: To genuflect অর্থ নতজানু হওয়া ( to bend the knee) । 
187. Fill in the blank: 'She went to New Market..................'
a) on foot
b) on feet
c) by foot
d) by walking
উত্তর: a) on foot
ব্যখ্যা: on foot একটি ফ্রেজ যার অর্থ হলো পায়ে হেঁটে। 
188. What kind of play is 'Julius Ceasar'?
a) romantic
b) anti-romantic
c) comedy
d) historical
উত্তর: d) historical
ব্যখ্যা: Julius Ceasar হলো William Shakespeare এর একটি  historical নাটক। 
189. Fill in the gap:
Birds fly...........in the sky.
a) random
b) at large
c) at a stitch
d) are long
উত্তর: b) at large
ব্যখ্যা: at large অর্থ স্বাধীনভাবে। ফ্রেজটি যোগে বাক্যটির বাংলা : পাখিরা আকাশে স্বাধীনভাবে/ মুক্তভাবে উড়ে বেড়ায়। 
190. Who is the author of 'Jane Eyre'?
a) Charlotte Brontë
b) Emily Brontë
c) Jane Austen
d) Mary Shelley
উত্তর: a) Charlotte Brontë
ব্যখ্যা: Jane Eyre টি Charlotte Brontë লেখেন ১৮৪৭ সালে। তিনি  Emily Brontë এবং  Anne Brontë এর বড় বোন। 
191. Which of the following novels is not written by an English writer?
a) A Passage of India
b) Sons and Lovers
c) One hundred Years of Solitude
d) Pride and Prejudice
উত্তর: c) One hundred Years of Solitude
ব্যখ্যা: অপশনগুলোর মাঝে যে উপন্যাসটি ইংরেজ রাইটার কর্তৃক লেখা হয়নি সেটি হলো One hundred Years of Solitude। উপন্যসটি লেখা হয়েছে কলোম্বিয়ান লেখক Gabriel García Márquez কর্তক। 
192. A speech full of too many words is -
a) a big speech
b) maiden speech
c) a verbose speech
d) an unimportant speech
উত্তর: c) a verbose speech
ব্যখ্যা: অনেক কথাপূর্ণ বক্তব্যকে বলা হয়  a verbose speech।
193. Who is the poet of the poem ' Ozymandias'?
a) P. B. Shelley
b) William Wordsworth
c) S.T Coleridge
d) John Keats
উত্তর: a) P. B. Shelley
ব্যখ্যা: Ozymandias কবিতাটির কবি হলেন  P. B. Shelley। তিনি revolutionary কবি হিসেবে খ্যাত। 
194. The most famous romantic poet of English literature is..
a) John Dryden
b) Alexander Pope
c) William Wordsworth
d) T.S Eliot
উত্তর: c) William Wordsworth
ব্যখ্যা: William Wordsworth হলেন রোমান্টিক যুগের সবচেয়ে বিখ্যাত কবি।  তিনি  প্রকৃতির কবি নামে খ্যাত। 
195. Identify the correct synonym of the word 'magnanimous'
a) unkind
b) generous
c) revengeful
d) friendly
উত্তর: b) generous
ব্যখ্যা: Magnanimous এবং generous উভয়ের অর্থ উদার। 
196. Choose the right form of verb:
It is high time we (act) on the matter.
a) are acting
b) acted
c) have acted
d) could act
উত্তর: b) acted
ব্যখ্যা: High time + sub+ verb এর past form ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে  act এর past form acted ব্যবহৃত হবে। 
197............was both a poet and a painter.
a) John Keats
b) Spenser 
c) William Blake
d) John Donne
উত্তর: c) William Blake
ব্যখ্যা: অপশনগুলোর মাধে যিনি কবি একাধারে poet এবং painter তিনি হলেন William Blake।  তিনি ইংরেজি সাহিত্যের বাইবেলের কবি নামে পরিচিত। 
198. Identify the correct sentence :
a) The girl burst out tears.
b) The girl burst into tears.
c) The girl burst with tears.
d) The girl bursted out tears.
উত্তর: b) The girl burst into tears.
ব্যখ্যা: Burst into tears অর্থ কান্নায় ভেঙ্গে পড়া। 
199. The phrase 'sine die' means
a) half-heartedly
b) doubtfully
c) fixed
d) uncertain
উত্তর: d) uncertain
ব্যখ্যা: Sine die phrase টির অর্থ অনিশ্চত বা অনির্দিষ্ট কালো জন্য । ফ্রেজটির অর্থ পায় uncertain দ্বারা। 
200. Do you have any money..........you?
Fill in the gap with the appropriate preposition:
a) to
b) over
c) in
d) on
উত্তর: d) on
ব্যখ্যা: কারো কাছে থাকা  অর্থে on প্রিপজিশনটি ব্যবহৃত হয়।


----------------------------------------------------------------------

7 Bank সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের ইংরেজি অংশের সমাধান ব্যাখ্যাসহ। 


17. I could hardly ........................the ship in the distance.
a) see out                    b) look out 
c) make out                 d) seen
উত্তর: c) make out   
ব্যাখ্যা: Make out অর্থ  কোনো রকম দেখতে পারা।   
18. Excuses don't work. You should try and cut ...............it.
a) back                  b) out 
c) up to                 d) back on
উত্তর:   d) back on
ব্যাখ্যা: Cut back on something অর্থ কোনো কিছু কম করা। 
19. Weather report: ' It is seven o' clock in Dhaka and............................
a) there is rains                       b) it's raining 
c) it rains                                d) it rained 
উত্তর: b) it's raining 
ব্যাখ্যা: কোনো কিছু চলমান বোঝাতে present continuous tense এ ব্যবহৃত হয়। 
20. Shubho ..............................a fortune when his great uncle passed on.
a) came along                  b) came into 
c) came through               d) came down
উত্তর: b) came into 
ব্যাখ্যা: Come into অর্থ হঠাৎ উত্তরাধিকার  ‍সূত্রে কোনো কিছু পাওয়া। 
21. Which of the following is not a literary device used for aesthetic effect in poetry?
a) assonance                 b) onomatopoeia 
c) rhyme                         d) grammar 
উত্তর: d) grammar 
ব্যাখ্যা: অপশনগুলোর মধ্যে যেটি কবিতার ক্ষেত্রে নান্দনিক প্রভাবের জন্য ব্যবহৃত সাহিত্যিক টার্ম নয় সেটি হলো grammar । তাছাড়া বাকিগুলো ব্যবহৃত হয়ে থাকে। 
22. Find out the rightly spelled word.
a) Embarrassment                   b) Embarassment 
c) Embarrasment                     d) Embrassment 
উত্তর: a) Embarrassment    
ব্যাখ্যা: অপশনগুলোর মধ্যে যেটি সঠিক বানানযুক্ত সেটি হলো Embarrassment যার অর্থ হলো অস্বস্তি।
23. Find out the linking word to join : a) You are celebrating the birthday b) Your friend is dead serious. 
a) whence                  b) since 
c) whereas                  d) as 
উত্তর: c) whereas   
ব্যাখ্যা: বিপরীত ধারণা প্রকাশ করতে বা কিন্ত প্রকাশ করতে whereas  ব্যবহৃত হয়। 
24.  Change the indirect narration :  I ll have a cup of tea. my father said, 'because I am not hungry.
a) My father said that he will have had a cup of tea because he was not hungry.
b) My father said that he would have had  a cup of tea because he was not hungry.
c) My father said that he would have a cup of tea because he was not hungry.
d) My father said that he would had a cup of tea because he was not hungry.
উত্তর: c) My father said that he would have a cup of tea because he was not hungry.
ব্যাখ্যা: indirect narration এর  ক্ষেত্রে will হবে  would আর simple  present tense হবে past simple tense. 
25. 'Free Market' is an example of ..................
a) irony                                          b) oxymoron 
c) synecdoche                              d) hyperbole 
উত্তর:   b) oxymoron 
ব্যাখ্যা: 'Free Market হলো oxymoron এর উদাহরণ। 
26. 'I am one who loved not wisely but too well' is a quotation from?
a)  Milton                         b) William Shakespeare 
c)  T. S. Eliot                       d) Ruskin 
উত্তর:  b) William Shakespeare 
ব্যাখ্যা: উক্তিটি William Shakespeare এর Othello থেকে নেওয়া। 
27. Select the right form of verb : A canophilist went to Kataban and found dogs  ....................(keep) in cages for sale.
a) had been kept                        b) kept 
c) had kept                                  d) were keeping 
উত্তর: a) had been kept  
28. The word related to ' play on words' is 
a) pun                                        b) simile 
c) haiku                                       d) metaphor 
উত্তর: a) pun     
ব্যাখ্যা: শব্দ নিয়ে কৌতুক করা বা খেলাকে বলে  pun  (শব্দ কৌতুক বা বিভিন্নার্থক শব্দ প্রয়োগে সৃষ্ট হাস্যরস।)
29. Which of the following techniques was not used in the Renaissance-art?
a) realism                                  b) perspective 
c) individualism                        d) abstraction 
উত্তর:  d) abstraction 
ব্যাখ্যা: Renaissance-art এ যে পদ্ধতি অবলম্বন করা হয় না সেটি হলো abstraction তাছাড়া বাকিগুলো ব্যবহুত হয়। 
30. Select the best sentence with the appropriate use of the idiom : 'Get off the ground'
a) He is a well-known industrialist and has recently got off the ground.
b) The aircraft is out of order and it is ready to get off the ground.
c) Bangladesh Bank helps the established banks to get off the ground.
d) Without financial support, the movie is unlikely to get off the ground.
উত্তর: d) Without financial support, the movie is unlikely to get off the ground.
ব্যাখ্যা: get off the ground অর্থ পরিকল্পনার স্তর পার হয়ে বাস্তবায়নের স্তরে প্রবেশ করা। 
31. Which phrase indicates the interior flow of thought employed in high modern literature?
a) automatic writing 
c) confused daze 
c) free association 
d) stream of consciousness 
উত্তর: d) stream of consciousness 
32. The sentence which is not expressing any passive sense :
a) I'll have my hair cut ( by a barber) . (আমি আমার চুল কাটাবো।)
b) I got fired (by the boss) yesterday. (আমি গতকাল চাকরিচূত হলাম।)
c) They made me do it.
d) I am getting all my floors polished ( by  a maid). (আমি সকল ফ্লোর ঝকঝকে পেতে যাচ্ছি।)
উত্তর: c) They made me do it.
ব্যাখ্যা: অপশনগুলোর মাঝে যেটি প্যাসিভ সেন্স দেয় না সেটি হলো They made me do it. তাছাড়া বাকিগুলো প্যাসিভ সেন্স দেয়।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form