২০২১ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর - সাম্প্রতিক পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান


২০২১ সালের বিভিন্ন পরীক্ষায় আসা  প্রশ্নোত্তর - সাম্প্রতিক পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান





🎁🎁 ২০২১ সালের বিভিন্ন পরীক্ষায় আসা  প্রশ্নোত্তর


১। জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে? --- ২ ফেব্রুয়ারি

২। বাংলাদেশে বর্তমানে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা কতজন ? -- ৫ জন

৩। বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতাধর দেশ হয়? -- ৪১  তম

৪। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? -- যুক্তরাজ্য ( লন্ডন ভিত্তিক ) 

৫। বাংলাদেশ কততম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যোগদান করে? --৩২  তম 

৬। বঙ্গবন্ধু-১  স্যাটেলাইট স্থাপন করা হয় কত ডিগ্রী দ্রাঘিমা রেখায়? -- 119.1 ডিগ্রী

৭। কত সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করে?-- ২০১৬  সালে 

৮। জাতীয় ভোটার দিবস কবে ? --- ১  মার্চ 

৯। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল ভোটের সংখ্যা কত? -- ৫৩৮ টি

১০। এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা ? --যুক্তরাষ্ট্রের 

১১। ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? -- লন টেনিস 

১২। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?--  নিউইয়র্কে 

১৩। বিশ্ব পানি দিবস কবে ? --২২ মার্চ 

১৪।জাতিসংঘের কার্যকরী পরিষদ কোনটি ?--নিরাপত্তা পরিষদ

১৫। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন?--আব্দুস সাত্তার 

১৬। কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়?-- 17 জানুয়ারি 1972 

১৭। মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি “ধীরে বহে মেঘনা” চলচ্চিত্রের নির্মাতা কে?--আলমগীর কবির

১৮।বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কত তারিখে মারা যান?-- ১৮ এপ্রিল, ১৯৭১

১৯।রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নাম কি?-- রক্ত সোপান

২০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?-- ১৯৬১ সালে

২১। বাংলাদেশ পরিবার পরিকল্পনা চালু হয় কত সালে?-- ১৯৭৬ সালে 

২২। প্রাচীন নগরী পালমিরা কোন দেশ অবস্থিত?-- সিরিয়া

২৩। কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা হয়?- ২০১১সালে 

২৪।সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে?-- ৯৩  নম্বর 

২৫। বার্লিন দেয়াল নির্মিত হয় কত সালে?-- ১৯৬১ সালে

২৬। পেরেস্ত্রইকা ও গ্লাসনস্ত এই ধারণার জনক কে ?-- মিখাইল গর্বাচেভ

২৭। একনায়ক নিকোলাই চসেস্কু দেশের প্রেসিডেন্ট ছিলেন?--  রোমানিয়া

২৮। হাইল হাওর কোন জেলায় অবস্থিত?-- মৌলভীবাজার 

২৯। শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচিতে নিয়ে যাওয়া হয় কবে?-- ২৮ মার্চ, ১৯৭১

৩০। ময়মনসিংহ জেলার পূর্বনাম কি?-- নাসিরাবাদ

৩১। বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় কবে?--১৪ মার্চ, ২০১২

৩২। বাংলাদেশের মোট সীমানা কত ?-- ৫১৩৮ কিলোমিটার

৩৩। “ অপরাজেয় বাংলা” ভাস্কর্যের ভাস্কর কে?-- সৈয়দ আব্দুল্লাহ খালেদ

৩৪। মুক্তিযুদ্ধের ভাস্কর্য “অঙ্গীকার” কোথায় অবস্থিত?-- চাঁদপুরে
 
৩৫। “পলাশী থেকে ধানমন্ডি”  চলচ্চিত্রের পরিচালক কে?--আবদুল গাফ্ফার চৌধুরী

৩৬। জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?-- ১৬ ডিসেম্বর, ১৯৮২ 

৩৭। ঢাকার মিরপুরে শহীদ “বুদ্ধিজীবী স্মৃতিসৌধের” স্থপতি কে?-- মোস্তফা হারুন কুদ্দুস 

৩৮। রায়ের বাজারের “বধ্যভূমি স্মৃতিসৌধ” এর নকশাকার কে?-- ফরিদ উদ্দিন আহমেদ এবং জামি আল সাফি 

৩৯। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?-- ২২ মার্চ, ১৯৯৬

৪০।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে?--নিকোলাই পদগর্নি 

৪১। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?-- খন্দকার মোশতাক আহমেদ 

৪২। মার্কিন সাময়িকী নিউজউইক কবে বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দেয়?-- ৫ এপ্রিল, ১৯৭১

৪৩। নিউজউইকের কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দেয় ?--নোবেল জেঙ্কিস

৪৪। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন কবে?-- ২৩মার্চ, ১৯৬৬

৪৫। ছয় দফা দিবস পালন করা হয় কত তারিখে?-- ৭ জুন

৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?-- ৩ জানুয়ারি, ১৯৬৮

৪৭। বঙ্গবন্ধু কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরন করেন?-- ৫ ডিসেম্বর, ১৯৬৯

৪৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন?-- ২২ মার্চ,১৯৭৫

৪৯। সুপ্রিম কোর্ট কবে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে  ঘোষণা করেন?-- ২০০৯ সালে 

৫০। বিশ্ব শান্তি পরিষদ কবে বঙ্গবন্ধুকে জুলি ও কুরি শান্তি পদক দেন?-- ২৩ মে, ১৯৭৩

৫১। ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য  হিসেবে স্বীকৃতি দেয়?- ৩০ অক্টোবর,২০১৭

৫২। “যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা” কবিতাটি কোন কবির রচনা?--কবি অন্নদাশঙ্কর রায়

৫৩। বিখ্যাত কবিতা “বঙ্গবন্ধু” এর রচয়িতা কে?-- পল্লীকবি জসীমউদ্দীন 

৫৪। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক “মহামানবের দেশে” এর নির্মাতা কে?-- মান্নান হীরা 

৫৫। “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানটির গীতিকার কে?-- হাসান মতিউর রহমান 

৫৬। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?-- আব্দুল জব্বার

৫৭। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় ?-- ১৯৩৬ সালে

৫৮। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে?-- ৪১ নম্বর অনুচ্ছেদে

৫৯। লাহোর প্রস্তাব কবে করা হয়?-- ১৯৪০  সালের ২৩ মার্চ 

৬০। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যের শিল্পী কে?-- মৃণাল হক





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form