বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Security Supervisor পদের প্রশ্ন সমাধান 2021 - CAAB


বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Security Supervisor পদের প্রশ্ন সমাধান 2021 - CAAB


CAAB Security Supervisor পরীক্ষার সম্পূর্ণ ৮০ টি প্রশ্নের সমাধান :



বাংলা সমাধান :

১) "অসমাপ্ত আত্মজীবনী " বঙ্গবন্ধু কবে থেকে লেখা শুরু করেন?
Ans. ১৯৬৭
২) কাজী নজরুল ইসলামের রচনা কোনটি?
উ. আমার পথ
৩) বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কে?
উ. নজরুল ইসলাম ( অপশনে নেই তাই রবীন্দ্রনাথ কাউন্ট করা যেতে পারে। )
৪) কোনটি জীবনানন্দ দাশের রচনা নয়?
উ. সোনার তরী
৫) "টুঙ্গিপাড়া থেকে " কবিতাটির কবি কে?
উ. কামাল চৌধুরী
৬) কবি জসীমউদ্দীনের "কবর " কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উ. রাখালী
৭) মুসলিম রেনেসাঁর কবি কে?
উ. ফররুখ আহমেদ
৮) কোনটি স্বার্থক মহাকাব্য?
উ. মেঘনাদবধ
৯) "গুণ " বিশেষ্য কোনটি?
উ. সততা
১০) "পাউরুটি " কোন শব্দ?
উ. পর্তুগিজ
১১) প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উ. শব্দতত্ত্ব
১২) এক অক্ষর বিশিষ্ট শব্দ সব সময় কি হয়?
উ. দীর্ঘ হয়
১৩) কোন জাতীয় শব্দে "ণ " এর ব্যবহার নেই?
উ. খাটি বাংলা ও বিদেশী শব্দে
১৪) "উপর্যুক্ত " শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
উ. উপরি + উক্ত
১৫) ধ্বনির লিখিত রূপকে কি বলে?
উ. বর্ণ
১৬) শব্দের অর্থ সংকুচিত ও পরিবর্তিত হয় কোনটির জন্য?
উ. উপসর্গ
১৭) " জনৈক " কোন সমাস?
উ. কর্মধারয় 
১৮) "ছেলেটিকে চোখে চোখে রেখো " এখানে বলতে কি বোঝানো হয়েছে ?
উ. সতর্কতা
১৯) কোনটি অনুকার শব্দের দ্বিরুক্তি?
উ. ঢং ঢং
২০) ব্যক্তির পার্থক্য বোধদয় হয় কি দ্বারা?
উ. বাচ্য


English solution


1) I saw ....... man.
Ans. a one -eyed
2) He parted ..... friends in tears.
Ans. from
3) Why are you hanker ....... money?
Ans. after
4) The picture is .....the corner of the room.
Ans. in
5) I saw him .... my way ..... school.
Ans. on, to
6) He persisted ...... a noise.
Ans. in making
7) How many times have you .....your house broken into.
Ans. been
😎 Reading novels ......my favorite pasttime.
Ans. is
9) Neither Rumi nor Runi ......qualified for the job.
Ans. is
10) None but the brave ...... the fair.
Ans. deserves
11) ....... there any cars in the street?
Ans. Are
12) " Post the letter. " (passive)
Ans. Let the letter be posted.
13) Do or die.
Ans. Compound
14) There is none to ...... the orphan.
Ans. look after
15) We gave ....... a meal.
Ans. the visitors
16) Synonym of " insurgent "
Ans. Rebellious
17) "Take into account " means....
Ans. consider
18) Yolk : Egg
Ans. Cell : nucleus
19) Antonym of "diligent "
Ans. indolent
20) " Twelfth Night " is written by
Ans. William Shakespeare


সাধারণ জ্ঞান সমাধান

১) "কারাগারের রোজনামচা " এর অনুবাদক কে?
উ. ড. ফখরুল আলম
২) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কত তারিখে মৃত্যু বরণ করেন?
উ. ১৪ ডিসেম্বর, ৭১
৩) মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উ. জর্জ বুশ
৪) বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
উ. ২০২১
৫) " কর্ণসুবর্ণ " এর অবস্থান কোন ছিল?
উ. মুর্শিদাবাদ
৬) পুনর্ভবা কোন নদীর উপনদী?
উ. মহানন্দা 
৭) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত?
উ. ১০ নিউটন
৮) যে তিনটি মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি হয়?
উ. নীল, সবুজ, লাল
৯) উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে?
উ. লর্ড মাউন্টব্যাটেন
১০) "হেলসিংকি " কোন দেশের রাজধানী?
উ. ফিনল্যান্ড
১১) বাংলাদেশ প্রথম কৃষি শুমারী হয় কোন সালে?
উ. ১৯৭৭
১২) বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে শততম জয় লাভ করে কার বিপক্ষে?
উ. আফগানিস্তান 
১৩) বৈশ্বিক জ্ঞান সূচকে শীর্ষ দেশ কোনটি?
উ. সুইজারল্যান্ড 
১৪) জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি?
উ. ৪৬ তম
১৫) অজান্তার গুহাচিত্র কোন যুগের আকা?
উ. গুপ্ত যুগ
১৬) সর্বশেষ ভিত্তিরেখা থেকে ২০০ নটিক্যাল মাইলের পরবর্তী অঞ্চলকে কি বলে?
উ. মহীসোপান
১৭) জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রথম সভাপতি কে ছিলেন?
উ. হুমায়ুন রশীদ চৌধুরী
১৮) বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কবে স্বাক্ষর করে?
উ. ২০ সেপ্টেম্বর, ২০১৭
১৯) ২০২১ সালে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্সের বাজার কোনটি?
উ. চীন
২০) দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে গৃহীতব্য চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম পরিকল্পনা কোনটি?
উ. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা


গণিত অংশের সমাধান

১) বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ সমস্ত ৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?
উ. ১৬,০০০
২) পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
উ. ৪১ বছর 
৩) একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো। ক্রয়মূল্য কত?
উ. ৪৮ টাকা
৪) রহিমের আয় করিমের আয় অপেক্ষা ২৫% বেশি। করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম?
উ. ২০%
৫) কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
উ. 5/27
৬) নিচের কোনটি মৌলিক সংখ্যা নহে?
উ. ২৭
৭) ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
উ. ৬
৮) কত জন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়?
উ. ৫ জন
৯) কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্বাপেক্ষা ২ টি কলা বেশি পাওয়া গেলে একটি কলার দাম কত?
উ. ১.২০ টাকা
১০) একটি গ্রামের লোকসংখ্যা ৯% বৃদ্ধি পেয়ে ১৬৩৫ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
উ. ১৫০০ জন
১১) একই হার ও মুনাফার কোনো আসল ৬ বছরে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আস‌লের তিনগুণ হবে?
উ. ১২ বছর 
১২) দুটি সংখ্যার অনুপাত ৫:৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা ২ টি কত?
উ. ১০, ১৬
১৩) ৬ ফুট দীর্ঘ বাশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ টি ফুট হলে উচ্চতা কত ফুট?
উ. ৯৬ 
১৪) পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০:৩। পুত্রের বয়স ১৮ হলে ৮ বছর পূর্বে পিতার বয়স কত ছিল?
উ. ৫২ বছর 
১৫) ত্রিভুজ ABC এর কোণ B= 45° হলে, কোণ A= 60° হলে, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে কোণ C= কত?
উ. ১০৫°
১৬) দুই সমকোণ অপেক্ষা বড় চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে?
উ. প্রবৃদ্ধ কোণ
১৭) ৫, ৮, ১১,১৪,১৭ .......তালিকার পরবর্তী ৩য় পদ কোনটি? 
উ. ২৬
১৮) ১ কাঠা = কত? উ. ৬৬.৮৯ বর্গমিটার 
১৯) কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান?
উ. ২২৪
২০) (7x+3b)^3 - (5x+ 3b)^3 - 6(7x+3b)(5x+3b)এর সরল ফল কত?
উ. x^3

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form