গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন | চাকরির ইংরেজি প্রশ্ন | চাকরির জন্য ইংরেজি প্রস্তুতি (23-10-2021)


গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন | চাকরির ইংরেজি প্রশ্ন | চাকরির জন্য ইংরেজি প্রস্তুতি (23-10-2021)


              
16. You had better.............the offer.
a) than
b) welcomed
c) accepted
d) accept
উত্তর : d) accept
ব্যাখ্যা: Had better-এর পর verb এর base form ব্যবহৃত হয়।  Accept যোগে বাক্যটির বাক্যটির বাংলা : তুমি বরং প্রস্তাবটি গ্রহণ কর। 

17. He ran fast lest he............miss the train.
a) can
b) should
c) may
d) might
উত্তর : b) should
ব্যাখ্যা: Lest এর পর সাবজেক্ট আসলে এর পর should ব্যবহৃত হয়। 

18. "I have a cat" Make it passive.
a) A cat is being had by me.
b) A cat has being had by me.
c) A cat have been had by me.
d) A cat is had by me.
উত্তর : d) A cat is had by me.
ব্যাখ্যা: প্রদত্ত অ্যাক্টিভ বাক্যটির প্যাসিভ ভয়েজের গঠন : Ob কে sub + am/ is/ are + verb এর p p + by + sub কে ob। সুতরাং সঠিক প্যাসিভ বাক্য : A cat is had by me.

19. Sayeed said" I was busy" indirect speech:
a) Sayeed said that I was busy.
b) Sayeed said that he was busy.
c) Sayeed said that I had been busy.
d) Sayeed said that he had been busy.
উত্তর : d) Sayeed said that he had been busy.
ব্যাখ্যা : Reported speech-এর সাবজেক্ট first person হলে তা প্রদত্ত reported verb-এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। আর Reported speech টি  past indefinite tense এ হলে তা past perfect tense এ রূপান্তরিত হয়।  

20. We need to buy some new........................
a) furnishers
b) furniture
c) furnisher
d) furnitures 
উত্তর : b) furniture
ব্যাখ্যা: Furniture শব্দটি uncountable noun-এর  plural form নেই। Some + countable/ countable noun বসতে পারে তাই সঠিক উত্তর furniture।   

21. We need as.................... people as possible.
a) many
b) much
c) most
d) enough
উত্তর : a) many
ব্যাখ্যা: ‍As many + countable noun + as..................ব্যবহৃত হয়। সুতরাং শুন্যস্থানের জন্য সঠিক শব্দ many। 

22. Juthy will discuss the issue with Mizan............... phone.
a) in
b) over
c) by
d) on
উত্তর : c) by
ব্যাখ্যা: Phone এর পূর্বে determiner the থাকলে over বসতো। আর না থাকার কারণে by বসবে। 

23. Which of the following statement is correct?
a) If I am a bird
b) If I was a bird
c) If I had a bird
d) If I were a bird
উত্তর : d) If I were a bird
ব্যাখ্যা : If এর পর সাবজেক্ট আসলে এর পর be verb ব্যবহৃত হলে সাবজেক্ট যায় হোক না কেন be verb টি  were হবে। 

24. The phase 'End in smoke' means :
a) come to nothing
b) catch fire
c) destruct
d) stop smoking
উত্তর : a) come to nothing
ব্যাখ্যা : End in smoke অর্থ ফলপ্রসু না হওয়া । ফ্রেজটির অর্থ প্রকাশ পায় come to nothing দ্বারা।  

25. What is the meaning of the idiom,'finger in the pie?
a) involving in something
b) uninterested in something
c) getting out of something
d) showing disliking
উত্তর : a) involving in something
ব্যাখ্যা: Finger in the pie অর্থ গায়ে পড়ে নাক গলানো । Idiom টির অর্থ
প্রকাশ পায় involving in something দ্বারা। 

26. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে-সঠিক ইংরেজি অনুবাদ কোনটা? 
a) It is raining from morning.
b) It has been raining from morning.
c) It has been drizzling since morning.
d) It is drizzling since morning.
উত্তর : c) It has been drizzling since morning.
ব্যাখ্যা: Drizzle অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। আর নিদিষ্ট সময় ধরে চলতে থাকা অর্থে বাক্যটি  present perfect continuous এ ব্যবহৃত হয়। 

27. Iron is........... useful metal.
a) an
b) the
c) a 
d) none
উত্তর : c) a 
ব্যাখ্যা: শব্দের পূর্বে vowel থাকলে আর এর উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হলে  a বসে। 

28. Choose the correct sentence
a) Rich is not always happy.
b) The rich is not always happy.
c) The rich is not happy always.
d) The rich are not always happy.
উত্তর : d) The rich are not always happy.
ব্যাখ্যা: Adjective এর পূর্বে the ব্যবহৃত হয়ে common noun গঠিত হয়। আর কমন নাউনটির পর plural verb ব্যবহৃত হয়। 

29. The word 'precedence' means-
a) example
b) priority
c) elderly
d) case
উত্তর : b) priority
ব্যাখ্যা: Precedence এবং priority অর্থ অগ্রাধিকার; অগ্রগণ্যতা। 

30. What is the synonym of the word 'pauper'
a) destitution
b) fortune
c) affluence
d) opulence
উত্তর : a) destitution
ব্যাখ্যা: Pauper এবং destitution অর্থ নিঃস্ব । 

31. Patience is a virtue. Here the word, 'patience'
a) adjective
b) adverb
c) Noun
d) pronoun
উত্তর : c) Noun
ব্যাখ্যা: Patience শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ শব্দটি বাক্যে সাবজেক্ট আর তাছাড়া শব্দের শেষে ce, ment ইত্যাদি suffix  যোগে নাউন গঠিত হয়। 

32. I water the plants. The word 'water' is used as.
a) Noun
b) pronoun
c) verb
d) adverb
উত্তর : c) verb
ব্যাখ্যা: সাবজেক্টের পর সাধারণত ক্রিয়া ব্যবহৃত হয়। প্রদত্ত বাক্যে water ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে।  Water অর্থ পানি দেওয়া। 

33. Choose the correct tag question. 'Anjuman knows how to swim.........?
a) don't she
b) does she
c) doesn't she
d) do she
উত্তর : c) doesn't she
ব্যাখ্যা: হ্যাঁবোধক বাক্যের tag question নাবোধক আর নাবোধক বাক্যের tag question হ্যাঁবোধক হয়। সাবজেক্ট যেহেতু third person singular number তাই সঠিক tag question হলো doesn't she। 

34. Select the feminine gender
a) nun
b) bishop
c) clergy
d) hare
উত্তর : a) nun
ব্যাখ্যা: অপশনগুলো মধ্যে feminine gender হলো nun (সন্ন্যাসিনী) এর পুং বাচক শব্দ হলো monk (সন্নাসী)। 

35. The greater the demand,................... the price. 
a) high 
b) the higher 
c) the highest 
d) highest 
উত্তর : the higher 
ব্যাখ্যা: The + comparative .......................the + comparative ব্যবহৃত হয়। সুতরাং the higher হলো অপশনের জন্য সঠিক উত্তর।

ইংরেজি অংশের সমাধানঃ 

২১. Choose the correct sentence: উত্তর: Everyone must do his duty. 

২২. They are two brothers, but —— of them were honest. উত্তর: neither

২৩. He divided the money——– the two boys. ‍উত্তরঃ between

২৪. A `bull market’ means that share prices are- উত্তরঃ Rising

২৫. The compound form of `I went there to ask for a help’- উত্তরঃ I went there and asked for a help. 

২৬. `Don’t waste your time,’ the boss said the employees. উত্তরঃ The boss forbade the employees not to waste time. 

২৭. `Seismology’ is- উত্তরঃ study of earthquakes

২৮. `Love for kind’- is used to mean- উত্তরঃ Philanthropic

২৯. Which one of the following words is masculine? উত্তরঃ Lad

৩০. Whats is the verb form of `Habit’? উত্তরঃ habituate

৩১. The verb of simplification is—উত্তরঃ simplify 

৩২. The idiom `put up with’ means—-উত্তরঃ tolerate

৩৩. `Two Cities’ is written by- উত্তরঃ Charles Dickens 

৩৪. `গল্পটি পড়তে মজা’ এর ইংরেজি কি? উত্তরঃ The book is pleasant to read. 

৩৫. ‘Ambidexter’ means- উত্তরঃ সব্যসাচী 

৩৬. `May Allah protect Bangladesh’- উত্তরঃ Optative 

৩৭. The word `Sibling’ means- উত্তরঃ a brother or sister 

৩৮. I gave up——— cricket when I got a job. উত্তরঃ playing 

৩৯. All citizens———–their taxes. উত্তরঃ have to pay 

৪০. Which of the following is correct? উত্তরঃ He had received the letter before I met him. 

ইংরেজি অংশ সমাধানঃ   

১. ‘তার বাড়ি রাজশাহী’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? উত্তরঃ He comes from Rajshahi. 

২. Find the correct spelling. উত্তরঃ Navigation 

৩. Which one is verb? উত্তরঃ feed 

৪. He runs fast. Here the word fast is? উত্তরঃ Adverb 

৫. The baby ——because it is hungry now. উত্তরঃ is crying 

৬. Which one of the following is a demonstrative pronoun? উত্তরঃ those 

৭. Which one of the following is a correct sentence? উত্তরঃ Ten miles is a long distance. 

৮. I can give no assurance —-help. উত্তরঃ of

৯. She will discuss the issue with the office—–Phone. উত্তরঃ by 

১০. Uneasy lies the head—– উত্তরঃ that wears a crown

ইংরেজি অংশ সমাধানঃ
২১.’Choose the correct one? উত্তরঃ Misspell

২২. The correct meaning of the word “deliberate” is? উত্তরঃ intentional ( willingly Adverb but intentional and deliberate are adjective )  

২৩. Which is one is common noun? উত্তরঃ infant

২৪. What is the appropriate meaning of the word “Flout”? উত্তরঃ disobey

২৫.  I am desperate. All I need really is someone to- উত্তরঃ give me a hand 

২৬. Would you mind…………উত্তরঃ opening the door 

২৭. Which of the word is wrong is spelling ?-উত্তরঃ Cholera 

২৮.  Which pair is the similar meaning of “distort: twist”? উত্তরঃ Distort: Twist: Harmonize :Balance
 
২৯. The passive form of “he pleases us”? উত্তরঃ we are pleased with him

৩০. He parted …….his friends in tears. উত্তরঃ from

৩১. Find out the plural form of “Oasis”? উত্তরঃ Oases

৩২. “David Copperfield” is a/an …………..novel. উত্তরঃ Victorian (Charles Dickens is an Victorian age writer)

৩৩.’আমার  যদি পাখির মত  ডানা থাকতো” এর ইংরেজি কি হবে? উত্তরঃ Had I the wings of bird!

৩৪. The phrase  “ nouveau riche” means? উত্তরঃ new rich 

৩৫.The headmaster and secretary …………present at the last meeting. উত্তরঃ was

৩৬. The synonym of of “slum” is? উত্তরঃ Null

৩৭. Which of the following is not an adjective? উত্তরঃ Humor (Noun) means the quality of being amusing or comic

৩৮. His speech was articulate and I ask him to…….. his ideas. উত্তরঃ expand on

৩৯. Who wrote the book “The waste land” ? উত্তরঃ T. S. Eliot

৪০. Karim was angry …….his conduct. উত্তরঃ at

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form