কারেন্ট অ্যাফেয়ার্স (সেপ্টেম্বর ২০২১) থেকে গুরুত্বপূর্ণ তথ্য - September 2021

 

কারেন্ট অ্যাফেয়ার্স (সেপ্টেম্বর ২০২১) থেকে গুরুত্বপূর্ণ তথ্য - September 2021




* বাংলাদেশের মােট উপজেলা - ৪৯৫টি। 

* ২৬ জুলাই ২০২১NICAR এর ১১৭তম বৈঠকে যে যে উপজেলার অনুমােদন দেওয়া হয় - ঈদগাঁও (কক্সবাজার), ডাসার (মাদারীপুর) ও মধ্যনগর (সুনামগঞ্জ)। 

* বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্র - ২৮টি। 

* বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র অবস্থিত - জকিগঞ্জ, সিলেট। 

* বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য (টাকার অঙ্কে) - তুলা। 

* মন্ত্রিসভার মােট সদস্য সংখ্যা - ৪৯জন। 

* মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা - ২৬ জন। 

* মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা - ২০ জন। 

* মন্ত্রিসভায় টেকনােক্র্যাট মন্ত্রী - ৩ জন। 

* মাথাপিছু জিডিপি - ২০৯৭ মার্কিন ডলার।

জিডিপির প্রবৃদ্ধির হার - ৫.৪৭%। 

* কৃষি খাতের প্রবৃদ্ধির হার - ৩.৪৫%। 

* শিল্প খাতের প্রবৃদ্ধির হার - ৬.১২%। 

* সেবা খাতের প্রবৃদ্ধির হার - ৫.৬১%। 

* কৃষি খাতের অবদানের হার - ১৩.৪৭%। 

* শিল্প খাতের অবদানের হার – ৩৪.৯৯%। 

* সেবা খাতের অবদানের হার- ৫১.৫৩%। ও সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে - ১৫ আগস্ট ২০১১। 

* ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন - নরেন্দ্র মােদি। 

* ২৮ জুলাই ২০২১ পেরুর ৬৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন - পেদ্রো কাস্তিলাে। 

* আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৫০০ যে দেশের তৈরি - রাশিয়া। 

* International Year of Glass যে সাল - ২০২২ সাল। 

* ২৪ আগস্ট ২০২১ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন - ক্যাথি হকুল। 

* সামােয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী - ফিমে নাওমি মাতা'আফা। 

* যে স্থানগুলাে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারায় - আরবীয় অ্যারিক্স অভয়ারণ্য (ওমান), ড্রেসডেন এলবে উপত্যকা (জার্মানি) ও লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটি (যুক্তরাজ্য)। ও আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থার (ICAO) বর্তমান মহাসচিব - হুয়ান কার্লোস সালাজার। 

* ক্যারিবিয়ান কমিউনিটির (CARICOM) বর্তমান মহাসচিব - কারলা নাটালি বানেট। 

* অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) বর্তমান প্রেসিডেন্ট -কলেন ভিক্সেন কেলাপিল (বতসােয়ানা)। ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর বর্তমান সদস্য দেশ - ১০৬টি। 

* ১৮ জুলাই ২০২১ যে দেশগুলাে আইসিসি'র সদস্যপদ লাভ করে - মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ড। * বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে - ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০১১। 

* বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হবে - জেনেভা, সুইজারল্যান্ড। 

* ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে - ২৯ জুলাই থেকে ২ আগস্ট ২০২১। 

* ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হবে - মন্ট্রিল, কানাডা। 

* বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ - চীন। 

* বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।। 

* পােশাক রপ্তানিতে শীর্ষ দেশ - চীন। 

* একক দেশ হিসেবে বিশ্বে পােশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান - ৩য়। 

* একক দেশ হিসেবে বিশ্বে পােশাক আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র। 

* একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - চীন। 

* একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র। 

* একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান - ৬ষ্ঠ। 

* ১৩তম সাফ ফুটবল অনুষ্ঠিত হবে - অক্টোবর ২০১১। 

* ১৩তম সাফ ফুটবল যে স্থানে অনুষ্ঠিত হবে - মালদ্বীপ। 

* দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০২১ সালের জুলাই মাসের ICC Player of the Month হন - সাকিব আল হাসান। 

# ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক।অনুষ্ঠিত হয় - ২৩ জুলাই থেকে ৮ আগস্ট ২০১১। 

* ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক।যে স্থানে অনুষ্ঠিত হয় - টোকিও, জাপান। 

* ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে শীর্ষ পদকজয়ী দেশ - যুক্তরাষ্ট্র। 

* ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে দ্রুততম মানব - মার্সেল জ্যাকবস (ইতালি)। 

* ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে দ্রুততম মানবী - অ্যালেইন থম্পসন হেরাহ (জ্যামাইকা)।

* দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের আবিষ্কারক যে প্রতিষ্ঠান - বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রােডাকশন কোম্পানি লিমিটেড (BAPEX)। 

* সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বর্তমান নাম -শান্তিগঞ্জ। 

* বর্তমান পরিকল্পনা প্রতিমন্ত্রীর নাম - ড. শামসুল আলম। 

* জাতীয় জন্ম নিবন্ধন দিবস-এর বর্তমান নাম - জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। 

* জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস - ৬ অক্টোবর। 

* 'আমার বাড়ি আমার খামার' প্রকল্পের সময়কাল - জুলাই ২০০৯-জুন ২০২১। 

* দেশের তৃতীয় সাফারি পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয় - মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায়। 

* বাংলাদেশ যততম দেশ হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) ক্লাবে প্রবেশ করে - ৪২তম। * 'বঙ্গবন্ধু' উপাধির প্রস্তাবক - রেজাউল হক চৌধুরী মুশতাক। () 

* মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য 'নির্ভীক' অবস্থিত - নােয়াখালী। 

* মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য'চেতনায় স্বাধীনতা' অবস্থিত - গাজীপুর। 

* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে তার জীবন ও কর্ম নিয়ে আলােকচিত্র প্রদশনী হয় - টাইমস স্কয়ার, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র। 

* ১৬ আগস্ট ২০২১ দেশে করােনার টিকা উৎপাদনের জন্য যাদের মধ্যে চুক্তি হয় - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড এবং চীনের সিনােফার্মের মধ্যে। 

* সম্প্রতি যে দেশ সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণের রেকর্ড গড়ে – ভারত। লাদাখের দুর্গম পার্বত্যঞ্চলের এ সড়ক সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯,৩০০ ফুট উঁচুতে। 

* ২৯ জুলাই ২০২১মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সুড়ঙ্গপথ উদ্বোধন করে যে দেশ - ইরান।। 

* ২৬ জুলাই ২০২১ কানাডায় প্রথম আদিবাসী গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন - ইনুয়েট সম্প্রদায়ের প্রতিনিধি মেরি সায়মন। 

* UNESCO'র মােট বিশ্ব ঐতিহ্য - ১১৫৪টি (প্রাকৃতিক ঐতিহ্য ২১৮টি, সাংস্কৃতিক ঐতিহ্য ৮৯৭টি ও মিশ্র ঐতিহ্য ৩৯টি।)। 

* ২০২১ সালের যে স্থানটি UNESCO'র বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারায় - লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটি। 

* ১৪ আগস্ট ২০২১ যে দেশে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে - হাইতি। 

* ১১ আগস্ট ২০২১ ইউরােপের যে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় - ইতালি; ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস। 

* ২৩ জুলাই ২০২১ আফ্রিকা মহাদেশের ২৩তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করে যে দেশ - সিয়েরা লিওন।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। 

* জাম্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম - হাকাইভে হিচিলিমা। 

* ২০২১ সালের কনকাকাফ গােল্ডকাপে চ্যাম্পিয়ন হয় যে দেশ - যুক্তরাষ্ট্র; রানার্সআপ মেক্সিকো। 

* প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছেন - সাকিব আল হাসান। 

* লিওনেল মেসি বর্তমানে যে ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হন - Paris Saint Germain (PSG)  

*আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৭তম হ্যাটট্রিক করে - নাথান এলিস (অস্ট্রেলিয়া)। এটি অভিষেকে কোনাে বােলারের প্রথম হ্যাটট্রিক।

* ২০২১ সালের উইম্বলডনে 'পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন - পুরুষ : নােভাক জোকোভিচ (সার্বিয়া) এবং নারী : অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া)। (৩) 

* বিদেশের মাটিতে যে দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম একসঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ জয় লাভ করে - জিম্বাবুয়ে। 

* প্রথম নারী সাঁতারু হিসেবে অলিম্পিক ইতিহাসে ব্যক্তিগত বিভাগে ছয়টি সােনা জিতেন - কেটি লেডেকি (যুক্তরাষ্ট্র)। 

* ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী - ইয়াং কিয়ান (চীন)। 

* ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বকনিষ্ঠ অ্যাথলেট - হে জাজা (সিরিয়া); ১২ বছর।

\\ - * টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যাকে 'অলিম্পিক লরেল' পুরস্কার প্রদান করা হয় - ড. মুহাম্মদ ইউনূস (বাংলাদেশ)। 

* অলিম্পিক গেমসে আবার ক্রিকেট যুক্ত হবে - ২০২৮ সালে। 

* জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত দৃষ্টিপ্রতিবন্ধিতা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় – ২৩ জুলাই ২০১১। 

* NICAR ১১৭তম বৈঠকে নতুন তিনটি উপজেলা অনুমােদন দেয়া হয় - ২৬ জুলাই ২০১১। 

* পেরুর নতুন প্রেসিডেন্ট পেদ্রো কান্তিলাে শপথ গ্রহণ করেন - ২৮ জুলাই ২০১১। 

* সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘােষণা হয় - ০৯ আগস্ট ২০১১। 

* অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০ সিরিজ জয় করে - ০৯ আগস্ট ২০২১। 

* চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে (NPC) তিন সন্তান নীতি আইন পাশ করে – ২০ আগস্ট ২০২১।



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form