BCS - বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ Bangladesh Affair

 

BCS - বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

Bangladesh Affair


১. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? - রাঙামাটি।

ব্যাখ্যাঃ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা - রাঙামাটি।  ছোট জেলা - নারায়ণগঞ্জ। 

২. নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম? - মালদ্বীপ। 

ব্যাখ্যাঃ এশিয়া মহাদেশ ও মুসলিম বিশ্বের আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ - মালদ্বীপ।  

৩. বাংলাদেশের সুপ্রিমকোর্টের বিভাগ কয়টি?-দুটি। 

- বাংলাদেশের সর্বোচ্চ আদালত- সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ২টি বিভাগ নিয়ে গঠিত। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।  বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি হবেন তিনি আপিল বিভাগে আসন গ্রহণ করবেন।  

৪. মানব উন্নয়ন সূচক, ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? ১৩৩

৫. “রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ” বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?-  ৭ (১) । 

ব্যাখ্যাঃ সংবিধানে ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী,  জনগণ বাংলাদেশ রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক। সরকার ও জনপ্রতিনিধিরা ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।  

৬. বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি? - মেসোপটেমীয়।

ব্যাখ্যাঃ মেসোপোটেমিয়া সভ্যতা গড়ে ওঠে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর তীরাঞ্চলে।  মেসোপটেমিয়া গ্রীক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। প্রচীন মেসোপটোমিয়া বর্তমান ইরাকের অন্তর্ভুক্ত।  মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিলো - সুমেরীয় সভ্যতা, ব্যবিলন সভ্যতা, অ্যাসেরীয় সভ্যতা, ক্যালডীয় সভ্যতা।  

৭. বাংলাদেশে প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? - ১৯৭২ সালে।

ব্যাখ্যাঃ স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৯৭৩ সালের ৭ মার্চ। 

৮. চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?- ৮৮৫০। 

ব্যাখ্যাঃ সঠিক তথ্য  ৮৮৫২ কি.মি (প্রায়)। চীনের উত্তর সীমান্ত রক্ষায় তৈরি মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীর প্রায় ৫ থেকে ৮ মিটার উচু এবং ২১,১৯৬ কিলোমিটার লম্বা। এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লোপনুর নামক স্থানে।

৯. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সংগীত রচনা করেন? ৩টি। 

ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর  ৩টি দেশের জাতীয় সংগীতের রচয়িতা।  দেশগুলো হলোঃ বাংলাদেশ,  ভারত ও শ্রীলঙ্কা। 

১০. পৃথিবীর মানচিত্র প্রথম কারা অংকন করেন? -গ্রীক বিজ্ঞানীরা। 

ব্যাখ্যাঃ প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে - গ্রিক সভ্যতায়। ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে - গ্রিকরা। 

১১. শ্রীকান্ত উপন্যাস কার লেখা?-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 

ব্যাখ্যাঃ অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ আত্মজৈবনিক উপন্যাস শ্রীকান্ত।  ৪ খন্ডে রচিত এই উপন্যাসের চরিত্র ইন্দ্রনাথ, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শিশুশিল্পী চরিত্র। 

১২. এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে?-  ৪নং। 

ব্যাখ্যাঃ জাতিসংঘ ২০১৫ সালে এসডিজি গ্রহণ করে। এটি ১৫ বছর মেয়াদি। এর উদ্দেশ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা। Sustainable Development Goals এর সুনিশ্চিত লক্ষ্য - ১৭টি এবং সহায়ক লক্ষ্য - ১৬৯টি। এর ৪নং লক্ষ্য হলো - মানসম্মত শিক্ষা।  

১৩. মুজিববর্ষের লোগোর নকশাকার কে? -সব্যসাচী হাজরা। 

ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের সময়কাল হলো - ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। মুজিববর্ষের লোগোর ডিজাইনার - সব্যসাচী হাজরা। মুজিববর্ষের থিম সং - এর গীতিকার - ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং সুরকার - নকিব খান।

১৪. ইসরাইলের আইনসভার নাম কী? - নেসেট।

ব্যাখ্যাঃ মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলের পার্লামেন্টের নাম - নেসেট। ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় - ১৯৪৮ সালে।  এই দেশটি প্রতিষ্ঠার মূল ভিত্তি ছিলো - ১৯১৭ সালের বেলফোর ঘোষণা।  

১৫. স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে?- এম. মনসুর আলী।

ব্যাখ্যাঃ মুজিবনগর সরকার যার অন্যনামঃ অস্থায়ী বাংলাদেশ সরকার,  প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় - ১০ এপ্রিল,  ১৯৭১ ও শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল,  ১৯৭১। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের অর্থমন্ত্রী ছিলেন - এম. মনসুর আলী। 

১৬. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস? 

ব্যাখ্যাঃ গ্রীন হাউজ গ্যাস - ৬টি।  যথা- Cardon dioxide, Methen,  Nitrous Oxide, Per Fluorocarbon, Hydro fluorocarbons, Sulphur Hexafluoride. 

১৭. বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? - ১৯৭২ সালের ৪ মার্চ। 

ব্যাখ্যাঃ বাংলাদেশে নোট প্রথা চালু হয় কবে- ১৯৭২ সালের ৪ মার্চ। দেশে প্রথম মূল্যমানের নোট ছাড়া হয়- ১ টাকা এবং ১০০ টাকার নোট। বাংলাদেশের প্রথম টাকা এবং মুদ্রার নকশাকার - কেজি মুস্তফা।

১৮. বর্তমান বিশ্বে দ্বিতীয় শীর্ষ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? - জিম্বাবুয়ে।  

ব্যাখ্যাঃ বর্তমান বিশ্বে শীর্ষ  মুদ্রাস্ফীতির  দেশ-  দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা। দ্বিতীয় - আফ্রিকা মহাদেশের দেশ জিম্বাবুয়ে।  

১৯. বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না? ১৪ বছর। 

ব্যাখ্যাঃ বাংলাদেশে জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশুর বয়স হবেঃ ০ থেকে ১৮ বছর কিন্তু বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমাঃ ৭ থেকে ১৬ বছর। বাংলাদেশের  ১৪ বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ দেয়া যাবে না।  

২০. জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? দক্ষিণ সুদান।

ব্যাখ্যাঃ জাতিসংঘের মোট সদস্য ১৯৩টি। সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান জাতিসংঘের ১৯৩তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে - ১৪ জুলাই, ২০১১ সালে।


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form