সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপ্রিল ২০২২ | সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ এপ্রিল

সাম্প্রতিক সাধারণ জ্ঞান এপ্রিল ২০২২ | সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ এপ্রিল


🤜রাষ্ট্র হিসেবে ‘লেবানন’কে দেউলিয়া ঘোষণা করা হয়েছে।
০৪ এপ্রিল,২০২২ দেশটির উপ-প্রধানমন্ত্রী সাদেহ আল-সামি এ ঘোষণা দেন।

✅‘৬ষ্ঠ জনশুমারির’ নতুন সময় নির্ধারণ করা হয়েছে-আগামী
‘১৫-২১ জুন’।👉‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ নামে দেশব্যাপী এ শুমারি পরিচালিত হবে।

❤ইংল্যান্ডকে হারিয়ে 'আইসিসি নারী বিশ্বকাপ ২০২২'- এর শিরোপা জিতল : অস্ট্রেলিয়া ক্রিকেট দল (৭ম বার)।

৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

🏏বাংলাদেশের ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি (১৩৭ রান) করলেন মাহমুদুল হাসান জয়।

২ এপ্রিল, “বিশ্ব অটিজম সচেতনতা দিবস”
✅প্রতিপাদ্য : ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’।

✅‘লুহানস্ক’র পর ‘দোনেৎস্ক’ প্রজাতন্ত্রকে (স্বঘোষিত) রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেন- ‘দোনেৎস্ক’র প্রধান নেতা ‘দেনিস পুশিলিন’।

কঙ্গোর ’উত্তর কিভু’প্রদেশে ‘এম-২৩’বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের ৮জন শান্তিরক্ষী নিহত (২৯মার্চ)।

(৩০ মার্চ) শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে-
’৫ম বিমসটেক শীর্ষ সম্মেলন’।ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

🏏ICC ODI Rankings- এ বাংলাদেশের বর্তমান অবস্থান- ৬ষ্ঠ।পূর্বে ছিল- ৭ম।

👉বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় করতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২’ সংসদে পাস।

🐆🐆সুন্দরবনে বাঘের শরীরে প্রথমবার বসছে স্যাটেলাইট ট্রান্সমিটার।
🔺বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি (বন বিভাগ)

৩৬ বছরের খরা কাটিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার ‍সুযোগ পেল ’কানাডা’(১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের পর কাতার বিশ্বকাপ ২০২২)।

মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য মন্ত্রিসভায় ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’এর খসড়ার নীতিগত অনুমোদন।

🔺৯৪তম অস্কার-#শ্রেষ্ঠ চলচ্চিত্র : কোডা।#সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন।#শ্রেষ্ঠ অভিনেতা: উইল স্মিথ।#অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন।

☑️জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ‘বার্ষিক ফ্রন্টিয়ারস রিপোর্ট-২০২২’ মোতাবেক শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহর- ঢাকা, ৪র্থ- রাজশাহী।

✅‘লুহানস্ক’ প্রজাতন্ত্রকে (স্বঘোষিত) রাশিয়াভুক্ত করতে গণভোট আয়োজনের ঘোষণা দিলেন- লুহানস্কের প্রধান নেতা ‘লিওনিদ পাসেচনিক’।

(২৪ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস ।
✅প্রতিপাদ্য : ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’।

☑️আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে “ব্রাহ্মস" সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালালো ‘ভারত’।

✅বাংলাদেশি বিজ্ঞানীদের ডায়াবেটিসের নতুন (অন্যতম প্রধান) কারণ আবিষ্কার : ‘আইএপি’ (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া।

মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

🏏তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতে প্রথমবারের মত সিরিজ জিতল বাংলাদেশ।

🤜‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ পেলেন- বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

২৩ মার্চ, বিশ্ব আবহাওয়া দিবস।
প্রতিপাদ্য: ‘আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য’

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ (বাতাসের প্রতি ঘনমিটারে পিএম ২.৫-এর মাত্রা ৭৬.৯) -বিশ্বের বায়ুর মান প্রতিবেদন-২০২১

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দার্দানেলিস প্রণালিতেবিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু উদ্বোধন। এই সেতু এশিয়া ও ইউরোপকে যুক্ত করেছে।

২২ মার্চ, “বিশ্ব পানি দিবস”
🤜প্রতিপাদ্য : ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর চালানো সহিংসতাকে “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ” বলে স্বীকৃতি দিয়েছে- যুক্তরাষ্ট্র

পটুয়াখালীর পায়রায় নির্মিত দেশের সবচেয়ে বড় ’১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (21 March)

লেখক ও সাংবাদিক দিলারা হাশেম মারা গেছেন। তিনি ১৯৩৬ সালের ২১ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।তার প্রথম উপন্যাস ‘ঘর মন জানালা’






Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form