২০২২ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান


 ২০২২ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান


পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান


পদ্মা সেতু:- জেনে রাখা ভাল

পদ্মাসেতু উদ্বোধন হবে ২৫ জুন , ২০২২

১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।




১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

Recent:

প্রশ্ন : পৃথিবীর মােট বরফের ৯০ ভাগ যে মহাদেশে সঞ্চিত রয়েছে.?
উত্তর : এন্টার্কটিকা।
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে.?
উত্তর : বাের্নিও।
প্রশ্ন : এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর যে দেশ থেকে স্বাধীনতা লাভ করে.?
উত্তর : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : এশিয়ার সর্ব পূর্বের বিন্দু হচ্ছে.?
উত্তর : ডেজনেভ অন্তরীপ, রাশিয়া।
প্রশ্ন : নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘােষণা করা হয়.?
উত্তর : ২০০৬ সালে।
প্রশ্ন : মেমােগেট কেলেঙ্কারিতে জড়িত দেশ হচ্ছে.?
উত্তর : পাকিস্তান।

✬নিশীথ সূর্যের দেশ হলো — নরওয়ে।
✬সুর্যদয়ের দেশ বলা হয় – জাপান-কে।
✬পৃথিবীর দীর্ঘতম নদী – নীলনদ।
✬বিশ্বের প্রশস্ততম নদী – আমাজান।
✬সুমাত্রা দ্বীপ অবস্থিত – ভারত মহাসাগরে।
✬সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত – দক্ষিণ আটলান্টিক মহাসাগরে।
✬সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত – প্রশান্ত মহাসাগরে।
✬হোক্কাইডো দ্বীপ অবস্থিত – জাপানে।
✬জাফনা দ্বীপ অবস্থিত – শ্রীলঙ্কা।
✬পৃথিবীর ছাদ হলো — পামির মালভূমি।
✬এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় – ১৯৫৩ সালে।
✬বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় – ১৯৬৯ সালে।
✬সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে – ক্যালডীওরা।
✬পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রনয়ণ হয় – ব্যাবিলনে।




Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form