সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানুয়ারি ২০২২ - GK Bangladesh


সাম্প্রতিক সাধারণ জ্ঞান জানুয়ারি ২০২২ - GK Bangladesh




১. মুজিববর্ষের স্মরণিকার নাম কি? 
-ন্যায়কণ্ঠ

২.' বঙ্গবন্ধু ও বিচার বিভাগ' গ্রন্থটি প্রকাশ করে কে? 
-বাংলাদেশ সুপ্রিম কোর্ট 

৩. ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় কত সালে? 
-১৯৯৬

৪. সরকারি চাকরিতে বাধ্যতামূলক করা হচ্ছে -
-ডোপ টেস্ট 

৫. বর্তমানে  কতটি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সুবিধা দিচ্ছে? 
-১৬ টি

৬. ভারতে অনুমোদন দেওয়া নতুন দুটি ভ্যাকসিনের নাম হল -
- কোভোভ্যাক্স ও কোরবেভ্যাক্স

৭.  লাতাকিয়া বন্দরটি কোথায় অবস্থিত? 
- সিরিয়া

৮. ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী -
-নাফতালি বেনেত

৯. ইসরাইল কত সালে গোলান মালভূমি দখল করে নেয়? 
-১৯৬৭ সালে

১০. ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র গোলান মালভূমি কে ইসরাইলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়? 
-২০১৯ সালে


⬛⬛ দেশের ২৩তম প্রধান বিচারপতি হয়েছেন– 'হাসান ফয়েজ সিদ্দিকী' (২২তম- সৈয়দ মাহমুদ হোসেন)।।👍🏻

‘গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২১’ এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন- ফ্রান্স ও পিএসজি তারকা “কিলিয়ান এমবাপে”।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’।

কবি আসাদ চৌধুরী সম্পাদিত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা “বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়- ২৭ ডিসেম্বর, ২০২১।

জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম- যুক্তরাষ্ট্র; ২য়- চীন; ৩য়- জাপান।


সাম্প্রতিক সাধারন জ্ঞান জানুয়ারী ২০২ - GK Bangladesh




1. Dhaka Central Jail has been shifted to-- Keraniganj

2. The city Mosul is in which country?--- Iraq

3. Who is the foreign minister of India?--- Subrahmanyam Jaishankar

4. Which country will host the World Cup Football tournament in 2022?--- Qatar 

5. 2023 Icc cricket world cup will be held--India

6. The new UN Secretary-General is--- Antonio Guterres

7. Which river of Bangladesh originates in Tibet?--- Brahmaputra

8. Who is the current Chief Election Commissioner of Bangladesh?--- KM Nurul Huda

9. What is the maximum limit of tax-free personal income for the female taxpayer in Bangladesh?--Ans: TK 3,50,000

10. Accord and Alliance are related to ............ industry.--- Garments

11. Who is the current Chief Justice of Bangladesh?--- Hasan Foez Siddique(23th)

12. In which district the Burimari land port is situated?--- Lalmonirhat

13. In which district ‘Ratargul Swamp Forest’ is located?--- Sylhet

14. Bengali Renessiance starts ---Raja Rammohon Roy

15. Armed Forces Day = 21st November

16. Who is the current mayor of London?--- Sadiq Khan

17. Kolkata gets first Muslim mayor since independence--- Firhad Hakim

18. Mongla port--- Pashur River

19. IFC headquarters = Washington DC

20. Expand the acronym ERP-----Enterprise Resource Planning







Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post

Contact Form